জেলা 

মল্লিকপুরের প্লাস্টিক ব্যাগ তৈরির কারখানায় আগুন এখনো জ্বলছে!

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর সংলগ্ন মল্লিকপুরে এক প্লাস্টিক ব্যাগের কারখানায় আগুন শনিবার রাতে লাগে, প্রায় কুড়ি ঘন্টা অতিবাহিত হওয়ার পর এখনো আগুন নেভেনি বলে সংবাদ পাওয়া যাচ্ছে।

দমকল আধিকারিকদের মতে, এখনও কারখানার কয়েকটি পকেটে আগুন জ্বলছে।পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টা চালাচ্ছে দমকল। প্রাথমিক ভাবে দমকলের পনেরোটি ইঞ্জিন আগুন আয়ত্তে আনার চেষ্টা শুরু করে। পরে আগুন নিয়ন্ত্রণে আসার সঙ্গে সঙ্গে দমকলের ইঞ্জিনের সংখ্য়াও কমে। শেষ খবর পাওয়া পর্যন্ত, দমকলের চারটি ইঞ্জিন পালা করে বিভিন্ন পকেটের আগুন আয়ত্তে আনার কাজ চালাচ্ছে। রবিবার ঘটনাস্থল পরিদর্শন করলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

রবিবার সকালে দক্ষিণ ২৪ পরগনার দমকল আধিকারিক টিকে দত্ত বলেন, ‘‘কারখানার আগুন আয়ত্ত আনা আমাদের কাছে বড় চ্যালেঞ্জ ছিল। আগুন পাশে ছড়ায়নি। এই কারখানার মধ্যেই ছিল। পাশে একটি ইলেকট্রিক্যাল পাওয়ার স্টেশন আছে। সেখানেও আগুন ছড়ায়নি। এখানে ১৫টি ইঞ্জিন গতকাল (শনিবার) রাত থেকে কাজ করছে। আজকের দিনটা লাগবে বলে মনে করছি।’’ দমকল আধিকারিকদের মতে, কারখানায় প্লাস্টিক মজুত থাকায় আগুন আয়ত্তে আনতে বেগ পেতে হচ্ছে। ওই কারখানায় অগ্নি নির্বাপণ ব্যবস্থা উপযুক্ত ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে দমকল। দমকলকর্মীদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। শনিবার রাত আটটা নাগাদ মল্লিকপুরের পাঁচঘরার কাছে খিরিশতলা এলাকায় ওই কারখানাটিতে আগুন লেগে যায়। সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে কারখানা জুড়ে।

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ