দেশ 

অযোধ্যায় রাম মন্দির নির্মাণের দাবিতে রবিবারের ধর্ম সংসদকে ঘিরে অশান্তির আশংকা করছে মুসলিমরা, শৃঙ্খলাবদ্ধ মিছিল হবে আশ্বাস ভিএইচপি-র ,সেনা মোতায়েন দাবি করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অখিলেশ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : মোদীজির আচ্ছে দিনের প্রতিশ্রুতি শেষ । আচ্ছে দিন না আসুক অন্ততঃ রাম মন্দির তৈরি করার কথা বলে ভোট চাইলে হয়তো ধর্মের কারণে কিংবা রামের মাহাত্মকে কাজে লাগিয়ে ভোট বৈতরনী পার করা যাবে । তাই অবিলম্বে রামমন্দির তৈরি করার দাবিতে রবিবার অযোধ্যায় ধর্ম সংসদের ডাক দিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। সংগঠনের দাবি, ১৯৯২-এর পরে এত বড়ো জমায়েত অযোধ্যায় কখনও হয়নি। রামমন্দির তৈরি করার ব্যাপারে পরবর্তী পদক্ষেপ কী নেওয়া হবে, সেই নিয়ে আলোচনাই  এই মিছিলের মূল বিষয়।

এই সমাবেশের পক্ষে সমর্থন আদায়ের জন্য গত কয়েক দিন ধরেই উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় বাইক মিছিল করছে ভিএইচপির সমর্থকরা। সেই বাইক মিছিলকে কেন্দ্র করে  উত্তরপ্রদেশের মুসলিমদের মধ্যে ভীত ও সন্ত্রস্তু পরিবেশ তৈরি হয়েছে । ওয়াকিবহাল মহল মনে করছে রবিবারের রাম মন্দির নির্মাণের দাবিতে যে ধর্ম সংসদ বসছে তাতে অশান্তি হওয়ার সম্ভাবনা আছে । অবশ্য ভিএইচপির পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, শৃঙ্খলাবদ্ধ ভাবে এই মিছিল এগোবে। ভিএইচপির মুখপাত্র শরদ শর্মা বলেছেন, “মিছিল শৃঙ্খলাবদ্ধ থাকবে। সাধুসন্তদের তরফ থেকে আসা নির্দেশমতো মিছিলে অংশগ্রহণকারী মানুষরা এগোবেন। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না।”

Advertisement

তবে আইনশৃঙ্খলার অবনতি যাতে না হয়, সে জন্য অযোধ্যা শহরে সেনা মোতায়েনের জন্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। অখিলেশ বলেন, “বিজেপি সংবিধান মানে না। তারা যা কিছু করতে পারে। অযোধ্যায় যে রকম পরিস্থিতি রয়েছে, তাতে অনেক কিছু ঘটতে পারে। সুপ্রিম কোর্ট ব্যাপারটার দিকে নজর দিক এবং প্রয়োজনে সেনা পাঠানোর কোথাও চিন্তা ভাবনা করুক।তবে এই সমাবেশকে ঘিরে নিরাপত্তা অনেকটাই বাড়ানো হয়েছে। আধাসেনাও মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে রাজ্য সরকার।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

two × 1 =