জেলা 

গ্রেস কটেজে ১২৫ তম নজরুল জয়ন্তী পালন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব সংবাদদাতা: কৃষ্ণনগরের গ্রেস কটেজ হল নজরুল স্মৃতিধন্য একটি ঐতিহ্যমন্ডিত ভবন। এখানে নজরুল সপরিবার বসবাস করতেন— প্রায় আড়াই বছর। কৃষ্ণনগরের এই হেরিটেজ ভবন গ্রেস কটেজে প্রতি বছরের মতো এবছরও ১১ জ্যৈষ্ঠ নজরুলজয়ন্তী পালিত হল। সুজন পাঠাগার ও নজরুল গবেষণা কেন্দ্রের আয়োজনে এই নজরুলজয়ন্তী পালন করা হয়। অবশ্য এই বছরটি গ্রেস কটেজের জন্য বিশেষ। কারণ কাজী নজরুল ইসলামের স্মৃতিধন্য এই বাড়িটি নতুন করে সংস্কার করা হয়েছে। এবছর তাই সকলে অন্যরকম উন্মাদনায় নজরুলকে নিয়ে মেতে উঠেছে।

নজরুল স্মৃতিধন্য এই হেরিটেজ ভবনের বারান্দায় কর্তৃপক্ষ এদিন ‘কৃষ্ণনগর ও নজরুল’ নামে একটি প্রদর্শনীর আয়োজন করেছিল। গ্রেস কটেজের পক্ষ থেকে প্রদর্শনীটি করেছিলেন স্থানীয় ইতিহাস লেখক দীপাঞ্জন দে। কৃষ্ণনগর পৌরসভার পৌরপ্রধান রীতা দাস এই প্রদর্শনীটির উদ্বোধন করেন। আমন্ত্রিত ব্যক্তিবর্গ এই প্রদর্শনীটি দেখে উচ্চ প্রশংসা করেন। দীপাঞ্জন দে প্রদর্শনীটি সম্পর্কে বলেন, “আমরা নজরুলের কৃষ্ণনগরে আগমন থেকে তাঁর কৃষ্ণনগরে থাকার সমগ্র কালপর্বের কথা এই প্রদর্শনীটির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। সকলের ভালো লাগলে আমাদের এই উদ্যোগ সার্থক হবে।” কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মদিবস উদযাপন এবং নবরূপে সজ্জিত কবির বসবাসের স্মৃতিধন্য গ্রেস কটেজের শুভ দ্বারোদ্ঘাটন অনুষ্ঠানে এদিন বহু মানুষ উপস্থিত হয়েছিলেন। নজরুল মূর্তিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। গ্রেস কটেজের দ্বারোদ্ঘাটন করেন নদিয়া জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুণ্ডু। এদিন কৃষ্ণনগরের গ্রেস কটেজে বহু বিশিষ্ট মানুষ উপস্থিত হয়েছিলেন। দুপুর পর্যন্ত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ