জেলা 

অভিষেকের কনভয় ঘিরে বেনজীর বিক্ষোভ কূর্মীদের, তৃণমূল সাংসদকে লক্ষ্য করে চোর চোর স্লোগান, ছোড়া হলো জলের বোতল, মন্ত্রীর গাড়ি লক্ষ্য করে ছোড়া হলো ইট !

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : কুর্মি সমাজের মানুষের বিক্ষোভের মুখে পড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়। বিক্ষোভরত সাধারন মানুষ অভিষেকের কনভারস এর সঙ্গে থাকা মন্ত্রী বীর বাহার গাড়িতেও হামলা চালায় বলে জানা গেছে।

কূর্মিদের দাবি হচ্ছে তাদেরকে মর্যাদা দিতে হবে এই দাবিতেই তারা বিভিন্ন জায়গায় বিক্ষোভ অবরোধ কর্মসূচি চালাচ্ছে। কিন্তু রাজ্য সরকার এই দাবিতে কর্ণপাত করছেন না বলে আন্দোলনকারীদের অভিযোগ। কয়েকদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবোজোয়ার কর্মসূচি বাঁকুড়াতে যাওয়া বাঁকুড়াতে যাওয়ার সময় কুর্মিরা বিক্ষোভ দেখিয়েছিল সেই বিক্ষোভের ফলে আটকে গিয়েছিল অভিষেকের কনভয় তৃণমূলের এই যুবনেতা গাড়ি থেকে নেমে এসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেছিলেন এবং তাদের দাবিগুলোকে মেনে নেওয়া হবে বলে আশ্বস্ত করেছিলেন।

Advertisement

কিন্তু এদিনের বিক্ষোভ কর্মসূচি কার্যত ভয়াবহ আকার ধারণ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়কে লক্ষ্য করে বিক্ষোভকারীরা চোর চোর স্লোগান দিতে থাকেন। এরপরই মন্ত্রী বীরবাহার গাড়িতে হামলা চালায় বিক্ষোভকারীরা।

কুর্মিদের তুমুল বিক্ষোভের মুখে পড়ে থমকে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়৷ এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়াল পশ্চিম মেদিনীপুরের গড় শালবনিতে৷ অবরোধের জেরে দীর্ঘক্ষণ আটকে থাকতে হল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে৷ বিক্ষোভ এমন পর্যায়ে পৌঁছয় যে রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদার গাঁড়ি পর্যন্ত ভাঙচুর করা হয়৷ পরিস্থিতি শান্ত করতে অভিষেক গাড়ি থেকে নেমে এলেও কাজ হয়নি৷ উল্টে তাঁকে লক্ষ্য করে চোর চোর স্লোগান ওঠে৷ অভিষেককে লক্ষ্য করে জলের বোতলও ছোড়েন বিক্ষোভকারীরা৷ সংবাদমাধ্যমের গাড়ির উপরেও হামলা চালানো হয়৷ শেষ পর্যন্ত কোনওক্রমে অভিষেক সহ অন্যান্য মন্ত্রী এবং তৃণমূল নেতাদের ওই জায়গা থেকে বের করে নিয়ে যায় পুলিশ ও নিরাপত্তারক্ষীরা৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে গোটা ঘটনার কথা জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ