বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

কবিতা : বিদ্রোহী নজরুল / আলাপন ব্যানার্জী

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আগামীকাল ২৬ শে মে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মবার্ষিকী। তার স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে এই কবিতাটি লিখেছেন আলাপন ব্যানার্জী। পাঠকদের উদ্দেশ্যে তা তুলে ধরা হলো।

বিদ্রোহী নজরুল

     আলাপন ব্যানার্জী

 

বিদ্রোহের আগুনে জাগালে বিদ্রোহ,

চেতনার অনলে বাংলার নজরুল – রবীন্দ্র ।

Advertisement

মোদের স্বাধীনতায় রয়েছে তোমাদের কত অবদান,

স্বদেশ মাতাকে জগৎ মাঝে দিয়েছ শ্রেষ্ট স্থান ।

তোমাদের প্রকৃত মূল্য কি দিতে পেরেছে এই অসহায় জাতি!

এখনো বিদ্রোহের আগুন জ্বালাতে, নতুন ভারত গড়তে তোমার কথা ভাবি !

বেদনা ভরা দু:খী জীবনটাকে করেছিলে জয়,

দেশবাসী আজ কত বিলাসিতায়,

তবু অন্তর তাদের তোমাদের মতো নয় ।

আজ‌ও রুদ্রবীনা বলে ওঠে বাজো,বাজো ;

এই দুর্ভাগা দেশে জ্ঞান চেতনার আলো জ্বালো ।

এখনো শোনা যায় অসহায়ের কান্না,

কে দেবে আশ্বাস বার্তা ?

সেদিন হয়তো ন‌ই বেশি দূরে,

যেদিন তুমি আবার আসবে মানবের মাঝে ফিরে ,

অসহায় জাতি সাহস পাবে,

বিদ্রোহের আগুনে আবার উঠবে জেগে,

শোনা যাবে সেই ধ্বনি,—

” মহা বিদ্রোহী রণক্লান্ত,

আমি সেই দিন হব শান্ত

যবে উৎপীড়িতের ক্রোন্দল রোল,

আকাশে বাতাসে ধ্বনিবে না,

অত্যাচারীর খড়ুগ কৃপন ভীম রন ভূমে রনিবে না,

বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত ।

হায় ! আজ‌ও তোমার জাতি হতাশা গ্ৰস্ত ,

তোমার সেই বানী শুনতে –

সভ্য সুশীল সমাজ আজ‌ও প্রত্যাশিত ।

হৃদয়ে লাগবে দোলা,জাগবে নতুন চেতনা ,

ঘুচে যাবে দেশ দেশান্তের সীমানা ।

যেদিন তোমার বিদ্রোহে উঠবে সবাই জেগে,

সেদিন নব ভারতে জ্ঞান , চেতনার বিকাশ হবে ;

ভারত আবার জগৎ সভায় সত্যিই শ্রেষ্ট আসন পাবে ।।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ