কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

ঈদ মোবারক / সেখ আব্দুল মান্নান

শেয়ার করুন

ঈদ মোবারক

সেখ আব্দুল মান্নান

ভাই খুশির ঈদে যদি

বুকভরা খুশি পেতে চাই,

Advertisement

এসো বন্ধু স্বজন সবে

এসো পিছন ফিরে তাকাই।

ঈদের আনন্দ সাগরে ভাই

ডুব দিয়ে বিশ্ব মোমিন,

একমাস ধরে করে পালন

ত্যাগের রোযা আপসহীন।

সূর্যদয় থেকে অস্ত অবধি

থাকে মোমিন অভুক্ত উপবাস,

স্রষ্টার প্রতি জানায় সবে

ত্যাগ তিতিক্ষার অকুণ্ঠ উচ্ছাস।

অভুক্ত উপবাস থাকা নয়

শুধু পবিত্র রমযানের ধর্ম,

রমযান থেকে করে অনুভব

গরিব দুঃখির ক্ষুধার মর্ম।

ঈদের আগে বিশ্ব মোমিন

গরিব দুঃখিকে দেয় তুলে,

ফিতরার নামে দান সামগ্রী

জাতপাতের ভেদ ভুলে।

এক মাস রমযানের শেষে

যেদিন আসে খুশির ঈদ,

খুব সকালে বিশ্ব মোমিনের

ভাই ভাঙে গভীর নিদ।

ছেলে বুড়ো নতুন জামায়

ছুটে যায় সব ঈদগায়,

ঈদের নামাজ আদায় করে

সবাই মেলে গলায় গলায়।

ঈদের নামাজে একে অপরের

বিভাজন সব মুছে,

আদায় করে পবিত্র নামাজ

ধনী গরিবের পিছে।

ঈদের দিনে সকাল সন্ধ্যে

জানায় ঈদ মোবারক সবে,

জাতি ধর্মের ছুঁত মার্গরা

যাবেই যাবে নিপাত যাবে।

______________________


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ