দেশ 

কংগ্রেস সহ ১৯ বিরোধী দল বয়কট করলেও নয়া সংসদ ভবন উদ্বোধনী অনুষ্ঠানে মোদির পাশে ১৭ রাজনৈতিক দল

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : নতুন সংসদ ভবনের উদ্বোধন অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মকে উদ্বোধক হিসাবে না রাখার জন্য কংগ্রেস সহ দেশের প্রথম সারির ১৯ টি বিরোধী রাজনৈতিক দল এই অনুষ্ঠান বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে। এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তাঁর সরকার প্রচণ্ড চাপের মধ্যে রয়েছে। কিন্তু এরই মাঝে নরেন্দ্র মোদির কাছে স্বস্তির খবর এটা যে ছোট ছোট বিরোধী দল অর্থাৎ যারা বিজেপির সঙ্গে দূরত্ব রাখে, অথচ আঞ্চলিক দল হিসাবে বিভিন্ন রাজ্যে ক্ষমতায় রয়েছে আবার কিছুদিন আগে পর্যন্ত এনডিএর শরিক ছিল এরকম প্রায় ১৭ টি ছোট ছোট দল নয়া সংসদ ভবন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবে বলে জানিয়েছে।

বিজেপি এবং বিরোধী জোটের থেকে ‘সমদূরত্ব’ বজায় রাখা ওড়িশার বিজু জনতা দল, অন্ধ্রের ওয়াইএসআর কংগ্রেস, পঞ্জাবের শিরোমণি অকালি দল নয়া সংসদ ভবন উদ্বোধনে হাজির থাকার কথা জানিয়ে দিয়েছে। আগামী বছরের লোকসভা ভোটের আগে নবীন পট্টনায়ক, জগন্মোহন রেড্ডি, সুখবীর বাদলদের এই সিদ্ধান্ত নিশ্চিত ভাবেই স্বস্তি দেবে বিজেপিকে। মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার দল এনপিপি-ও রবিবার প্রতিনিধি পাঠানোর কথা জানিয়েছেন ইতিমধ্যেই।

Advertisement

আনুষ্ঠানিক ভাবে এনডিএর সদস্য না হলেও অন্ধ্রপ্রদেশের শাসকদল ওয়াইএসআর কংগ্রেসের মতো প্রধান বিরোধী দল তেলুগু দেশম পার্টি (টিডিপি)-ও যোগ দিচ্ছে মোদীর কর্মসূচিতে। ২০১৯-এর লোকসভা ভোটের আগে ‘বিরোধী ঐক্য’ গড়তে সক্রিয় টিডিপি প্রধান চন্দ্রবাবু নায়ড়ুর এই পদক্ষেপ ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করা হচ্ছে। এখনও আনুষ্ঠানিক ঘোষণা না করলেও মোদী মন্ত্রিসভার প্রয়াত সদস্য রামবিলাস পাসোয়ানের সাংসদ-পুত্র চিরাগকেও রবিবার সেন্ট্রাল ভিস্তায় দেখা যেতে পারে।

বিজেপির সহযোগী দলগুলির মধ্যে তিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী— পশুপতি পারসের রাষ্ট্রীয় লোক জনশক্তি পার্টি, রামদার অঠওয়ালের আরপিআইএ, অনুপ্রিয়া পটেলের আপনা দল (এস) থাকবে সংসদের উদ্বোধনে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের শিবসেনা, হরিয়ানার উপমুখ্যমন্ত্রী দুষ্মন্ত চৌটালার জেজেপি, তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী পলানীস্বামীর এডিএমকে, ঝাড়খণ্ডের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুদেশ মাহাতোর আজসুও থাকবে। সেই সঙ্গে তামিল মনিলা কংগ্রেস, আইএমকেএমকর মতো আঞ্চলিক দলও। সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিংহ তামাংয়ের সিকিম ক্রান্তিকারি মোর্চা, নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফিয়ু রিওর এনডিপিপি, মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গার মিজো ন্যাশনাল ফ্রন্টকেও নয়া সংসদ ভবনের উদ্বোধনে দেখা যাবে রবিবার। থাকবে নাগাল্যান্ড পিপলস পার্টিও।

এর ফলে রাজনৈতিকভাবে খানিকটা হলেও সুবিধা পাবে বিজেপি এবং নরেন্দ্র মোদি। কারণ দেশের নতুন সংসদ ভবন উদ্বোধনী অনুষ্ঠানে যদি দেশের বিরোধী দলগুলো উপস্থিত না থাকে তাহলে একটা খারাপ বার্তা দেশ তথা দেশের বাইরে যাবে। ছোট ছোট ১৭ টি দল মোদি র নতুন সংসদ ভবন উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকার ফলে অনেকটাই স্বস্তিতে থাকবে বিজেপি সরকার।

একইসঙ্গে এটাও বলতে হবে দেশের জনপ্রিয় ১৯ টি বিরোধী দল মোদি সরকারের নতুন সংসদ ভবন উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করার ফলে সরকার যে চাপে থাকবে তা নিয়ে কোন সন্দেহ নেই। কারণ আগামী লোকসভা নির্বাচনে এই ১৯ টি বিরোধী দলই প্রকৃতপক্ষে বিজেপির সঙ্গে লড়াই করবে। এই সংঘাত অব্যাহত থাকলে এবং বিরোধীদের জোট অব্যাহত থাকলে লোকসভা নির্বাচনে বিজেপির জয় খুব সহজে হবে না যে তা বলাই বাহুল্য।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ