জেলা 

জলপাইগুড়ি জেলায় দ্য কোরআন স্টাডি সার্কেলের পক্ষ থেকে কোরআনের অনুবাদ বিতরণ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি: আল-কোরআন একাডেমী লন্ডন-এর সহায়তায় দ্য কোরআন স্টাডি সার্কেল-এর পক্ষ থেকে বিনামূল্যে কোরআনের অনুবাদ বিতরণ করা হল জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি টাউন মসজিদ, ও ডুয়ার্সের মেটলি জামে মসজিদে।

উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া উলামা বোর্ডের রাজ্য সম্পাদক তথা দ্য কোরআন স্টাডী সার্কেলের রাজ্য কনভেনার মহঃ রাকিব হক, মুস্তাফিজুর রহমান, জলপাইগুড়ি জেলার কনভেনার রাজেশ কবীর, সহকারী কনভেনার মোকসেদ আলম, ময়নাগুড়ি টাউন মাসজিদের ইমাম মাওলানা আনিসুল আম্বিয়া, ছিলেন জেলা কমিটির সদস্য মাওলানা খাদিমুল ইসলাম, সাহানুর আলম প্রমুখ সদস্য বৃন্দ।

Advertisement

পাহাড় ঘেরা মেটলি ডুয়ার্সে কোরআনের অনুবাদ বিতরণ কর্মসূচি তে উপস্থিত ছিলেন মেটলি জামে মসজিদের সম্পাদক জনাব এম ডি কাসেম খান, বিশিষ্ট সমাজসেবী মলয় চৌধুরি, সঞ্জয় মোংগার, সমীরণ দে, বাপি কর ও মহ: সাহিল বাবু প্রমুখ।

উক্ত বিষয়ে মুহাম্মদ রাকিব হক বলেন, জলপাইগুড়ি জেলা কমিটির আন্তরিক প্রচেষ্টায় আমারা দুটি থানার জাতি বর্ণ নির্বিশেষে বিভিন্ন ভাষাভাষি মানুষের মধ্যে বিনামূল্যে কোরআন অনুবাদ বিতরণ করা সম্ভব হয়েছে। আগামী দিনে আরো এ সমস্ত কর্মসূচি বেশি বেশি করতে পারলে আমরা সম্প্রীতির বাতাবরণ তৈরি করতে সক্ষম হব।”

এই সম্পর্কে জলপাইগুড়ি জেলা কনভেনার রাজেশ কবীর বলেন, ” আলহামদুল্লিল্লাহ আমরা এই কর্মসূচি আয়োজন করতে পেরে খুবই আনন্দিত, কর্মসুচি তে অংশগ্রহণকারী সকলের প্রতি শুকরিয়া গ্যাপন করছি। ”

সহকারি কনভেনর মকসেদ আলম এই মহৎ কাজে সকল কে অংশ গ্রহণ করতে উদাদতো আহ্বান জানান।”

বিশিষ্ট সমাজসেবী মলয় চৌধুরি জানান “এ অনুষ্টানে উপস্থিত হতে পেরে আনন্দিত বোধ করছি। সমাজের অশুভ ভাবনা দুরীকরনে এরকম মহৎ প্রচেষ্টা কে স্বাগত জানাই। “


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ