জেলা 

মাধ্যমিকে নজর কাড়া ফল আল আমিন মিল্লী মিশনের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি: দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের হটুগঞ্জ এ অবস্থিত আল আমিন মিল্লি মিশনের মাধ্যমিক পরীক্ষার ফল সকলের নজর কেড়েছে। এবছর এই আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৪০ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল। এর মধ্যে ৯০% এর বেশি নম্বর পেয়ে পাশ করেছে দুজন, ৭৫ শতাংশ এর বেশি নম্বর পেয়ে পাশ করেছে ১৫ জন আর প্রথম বিভাগে পাশ করেছে ৩০ জন।

এই আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ নাম্বার পেয়েছে নাজমুল হোসেন চাপড়াশি। তার প্রাপ্ত নম্বর ৬৩৬। ৯১ শতাংশ। নাজমুলের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার কুলপি থানা এলাকায়। তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান জিডি স্কলারশিপ নিয়ে পড়াশোনা করছিল। নাজমুলের স্বপ্ন চিকিৎসক হয়ে গরিব মানুষের সেবা করা। আল-আমিন মিল্লী মিশনের এই সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন মিশনের সম্পাদক মহা. আব্দুল ওহাব ও চেয়ারম্যান আব্দুল গাফফার। এছাড়াও জিডি চ্যারিটেবল ট্রাস্টের চেয়ারম্যান নুরুল হক আইএএস সকল কৃতি ছাত্রদের অভিনন্দন জানিয়েছেন ।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ