জেলা 

হাওড়ার জয়পুরে রবীন্দ্রজয়ন্তী পালন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : রবীন্দ্রনাথের ১৬৩ তম জন্মদিন পালন হাওডা হাওডা জেলার জযপুর থানার আমতা দুই নম্বর ব্লকের খালনা গ্রাম পঞ্চাযেতের খালনা হাটতলা প্রাঙ্গনে ২৫ বৈশাখ ৯ মে মঙ্গলবার সন্ধা থেকে রাত প্রর্যন্ত আমরা কজন নাট্যগোষ্ঠীর আয়োজনে ও লাবনো সঙ্গীত শিক্ষা নিকেতনের পরিচালনায রবীন্দ্র নাথ ঠাকুরের ১৬৩ তম জন্ম জযন্তী যথাযথ মর্জাদার সাথে পালন করা হলো বলে জানান অপর্ণা রায আমাদের প্রতিনিধিকে । নিকেতনের সমাপ্তি রায বলেন কবিতা আবৃত্তি নাচ গান আলোচনা করা হলো ।বহুমুখি অনুষ্ঠানে উপস্হিত সহযোগিতা আলোচনা করেন সমরেন্দ্র নাথ মল্লিক গৌতম চক্রবর্তী নমিতা ধাডা শীল দীপক পাল সহ আরো আনেকে ।

এলাকার ও প্রতিভাবান শিক্ষানবিস ছাত্র ছাত্রী রা একক ও সমবেত ভাবে কবিতা আবৃত্তি নাচ গান করেন বলে জানান বহুপ্রতিভাধর উচ্চ শিক্ষার্থী সিরাজাম মনিরা ।আলোচকগন পর্যাক্রমে রবীন্দ্রনাথের বিভিন্ন দিক নিযে আলোচনা করেন যুগযুগ ধরে রবীন্দ্র রচনা পাথেয হযে থাকবে । রবীন্দ্রনাথের রচনা থেকে শিক্ষানিযে সমাজ জীবনে এগিযে যেতেহবে। এদিনের অনুষ্ঠানে আট থেকে আশি শতাধিক জন নানান ভাবে অংশনেন বলে জানা যায ।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ