কলকাতা 

বিশ্ব মাতৃ দিবস স্মরণে : মা যে আমার সবার সেরা / অনন্তকাল অবিরত : নায়ীমুল হক 

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

            *মা যে আমার সবার সেরা*

             *অনন্তকাল অবিরত*

                  নায়ীমুল হক

➖➖➖➖➖➖➖➖➖➖➖

“যেখানেতে দেখি যাহা,

Advertisement

মায়ের মতন আহা,

একটি কথায় এতো

সুধা মেশা নাই,

মায়ের মতন এতো,

আদর সোহাগ সে তো,

আর কোনো খানে কেহ

পাইবে ভাই।”

যথার্থই কাজী নজরুল ইসলাম বলেছিলেন, মায়ের মতন সোহাগ কোথায় পাবে আর তুমি! মায়ের মর্যাদা পৃথিবীতে সকলের ওপরে । তাইতো বলা হয়েছে, মায়ের পদসেবায় মেলে স্বর্গের সন্ধান।

সেই মায়েদের বৃদ্ধকালে কি ঠাঁই হবে বৃদ্ধাশ্রম! নাকি একান্ত উপায়হীন প্রবাসী সন্তান বৃদ্ধাশ্রমে রেখেও মা-বাবার জন্য উজাড় করে দেয় সর্বস্ব, রাখতে দেয়না কোনো অভাব অভিযোগ। কোনটা ঠিক? নাকি মাঝামাঝি কোনো রাস্তা!

দুনিয়ার সব কিছু বদলাতে পারে। কিন্তু, মায়ের ভালোবাসা কখনও বদলাতে পারে না। একজন শিশুকে জন্ম দেওয়া, তাকে লালন পালন করা থেকে তার চলার পথ দেখানো- সবই হয় গুটি গুটি পায়ে মায়ের হাত ধরে। সর্বস্ব ত্যাগ করে মা, আর তার বিনিময়ে সন্তান পায় সুখী জীবনের ঠিকানা।

এ হেন মা, তাঁর প্রতি, ব্যস্ততার এই যুগে আমাদের অর্থাৎ সন্তান-সন্ততিদের কোথাও আচার ব্যবহারে ত্রুটি থেকে যাচ্ছে না তো!!

বাঙালির অন্যতম শ্রেষ্ঠ গর্ব মা-বাবা সহ সন্তান-সন্ততির পারিবারিক বন্ধন।

তাই এ বছর ১৪ মে অনুসন্ধান কলকাতার পক্ষে মাতৃ দিবসের স্লোগান, ‘বিশ্বায়ন ও অগ্রগতির যুগে নাড়ির টান কোথাও হারিয়ে যাচ্ছে না তো!’

সান্ধ্যকালীন এক অনলাইন আলাপচারিতায় আগামী রবিবার ১৪ মে ভিন্ন ভিন্ন আঙ্গিকে মায়েদের নিয়ে বলবেন অধ্যাপিকা চৈতালি দত্ত, অধ্যাপিকা এণা রায় চৌধুরী, অধ্যাপিকা দীপশ্রী দাস সরকার, রুপা মজুমদার, ড.অমরেন্দ্র মহাপাত্র, ড.নিপম কুমার সাইকিয়া, সোমনাথ মুখোপাধ্যায়, বিজ্ঞানী শুভাশিস মুখোপাধ্যায়, বিজ্ঞানী মতিয়ার রহমান খান। অনুষ্ঠান সঞ্চালনায় থাকছেন শর্মিষ্ঠা শীল ও নাফিসা ইসমাত। মাতৃ দিবসের এই অনলাইন অনুষ্ঠানে সমাজের সকল শ্রেণির গুণীজনদের অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন অনুসন্ধান কলকাতার সহকারী সম্পাদক বিশিষ্ট শিক্ষক গৌরাঙ্গ সরখেল। বিশেষ সহায়তায় যোগাযোগ করতে পারেন 98360 58826


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ