দেশ 

পর্যটক বোঝাই হাউস বোট ডুবে কমপক্ষে ২১ জনের মৃত্যু কেরলে, দুঃখ প্রকাশ বিজয়নের, দু লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা প্রধানমন্ত্রীর

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : গতকাল রবিবার সন্ধ্যায় কেরলের মালা পুরম জেলায় হাউস বোট ডুবে কমপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছে এদের মধ্যে অধিকাংশ শিশু। সংবাদ সংস্থার খবর অনুযায়ী হাউসবোট এর নিচে অনেকে আটকে রয়েছেন উদ্ধার কাজ চলছে। এই হাউস বোটে পর্যটকরা ছিল বলে জানা গেছে। এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। ঘটনাস্থলে ছুটে গেছেন কেরলের পর্যটন মন্ত্রী মোহাম্মদ রিয়াস।

কেরলের মন্ত্রী ভি আবদুরাহিমান জানিয়েছেন, এখনও পর্যন্ত মোট মৃতের সংখ্যা ২১। যাদের মধ্যে অধিকাংশই শিশু। পরে আরও এক জনের মৃত্যু হয়। আহতদের চিকিৎসা চলছে হাসপাতালে। তাঁদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়া, দুর্ঘটনাগ্রস্ত হাউসবোটটির নীচে অনেকে আটকে রয়েছেন বলে অনুমান উদ্ধারকারীদের। তাঁদের উদ্ধার চেষ্টা চলছে। এই ভয়াবহ দুর্ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে মৃতদের পরিবার কিছু দু লাখ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।

রবিবার সন্ধ্যা ৭টায় থুভাল থিরাম পর্যটন স্থানে এই ঘটনা ঘটেছে। ওই হাউসবোটে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন বলে দাবি। শুরু হয়েছে উদ্ধারকাজ। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ, দমকল। উদ্ধারকাজে হাত লাগিয়েছেন স্থানীয়রাও। ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন কেরলের পর্যটনমন্ত্রী মহম্মদ রিয়াস।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ