আন্তর্জাতিক 

ঐতিহাসিক সিদ্ধান্ত মার্কিন শহরে এবার থেকে পাঁচ বার লাউডস্পিকারে আজান দেওয়া যাবে

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক: পবিত্র রমজান মাসে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিল মার্কিন প্রশাসন। এবার থেকে দিনে পাঁচবার মসজিদগুলিতে লাউডস্পিকারে আজান দেওয়া যাবে। মার্কিন যুক্তরাষ্ট্রে কোন প্রশাসন এই প্রথম এই ধরনের সিদ্ধান্ত নিল। জানা গেছে মিনেপলিস সিটি কাউন্সিল সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়েছে,নির্দিষ্ট পাঁচ সময়ে নিয়ম মেনে লাউডস্পিকারেই আজান শোনানো হবে। রমজান মাস চলাকালীনই এই নির্দেশ এসেছে প্রশাসনের তরফে।

এমনিতেই মার্কিন প্রশাসনের আইন অনুসারে রাত্রি দশটা থেকে সকাল সাতটা পর্যন্ত কোনোভাবেই মাইক্রোফোন ব্যবহার করা যাবে না। শব্দ দূষণ রোধ করার জন্য প্রশাসনের পক্ষ থেকে এই পদক্ষেপ নেয়া হয়েছে। এর ফলে ভোরের নামাজের জন্য আযান দেওয়া লাউডস্পিকারে সম্ভব হয় না।এবার থেকে বদলাতে চলেছে সেই নিয়ম, এমনটাই জানিয়েছে মিনেপলিস প্রশাসন।

Advertisement

প্রথম মার্কিন শহর হিসাবে এহেন সিদ্ধান্ত নিয়েছে মিনেপলিস (Minneapolis)। জানা গিয়েছে, নগর প্রশাসনের অন্তত ১৩ জন সদস্য ইসলাম ধর্মাবলম্বী। জনসংখ্যার মধ্যেও মুসলিমদের আধিক্য রয়েছে। ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণের পর একজন আধিকারিক জানিয়েছেন, “ধর্মীয় স্বাধীনতা বজায় রাখা মিনেপলিসের অন্যতম প্রধান আদর্শ। তাছাড়াও আমাদের দেশের সংবিধান তো রাতের বেলা ঘুমায় না।”

Advertisement:

তিন বছর আগে থেকেই নতুন নির্দেশ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল মিনেপলিস প্রশাসন। পরীক্ষামূলকভাবে একটি মসজিদে দিনে পাঁচবার লাউডস্পিকার বাজানো শুরু হয়। জানা গিয়েছে, সাধারণ মানুষের সুবিধা-অসুবিধা খতিয়ে দেখতেই এই পদক্ষেপ করা হয়েছিল। তবে এহেন কাজে আপত্তি করেননি অমুসলিম জনতা। বরং তাঁদের দাবি, আজানের ধ্বনি শুনতে আপত্তি নেই।

মার্কিন প্রশাসনের এই সিদ্ধান্তে খুশি বিশ্বের মুসলিম সমাজ। তারা মনে করছে আজানের ধ্বনি কোন মানুষেরই ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে না বা শব্দ দূষণ হতে পারে না মার্কিন প্রশাসনের এই সিদ্ধান্ত থেকে তা প্রমাণিত হলো।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ