আন্তর্জাতিক 

ঈদের মরশুমে বাংলাদেশের রাজধানী ঢাকার নিউ সুপার মার্কেট পুড়ে ছাই, কোটি কোটি টাকা লোকসান ব্যবসায়ীদের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : বাংলা নববর্ষের প্রথম দিনেই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে গেল বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে। শনিবার ভোরে ঢাকার অভিজাত নিউ সুপার মার্কেটে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেল। এই অগ্নিকাণ্ডটি পরিকল্পিত নাশকতা বলেই মনে করে খতিয়ে দেখার নির্দেশ দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Bangladesh PM Sheikh Hasina)। শনিবার ঢাকার গণভবনে আওয়ামি লিগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় সূচনা বক্তব্যে তিনি একথা বলেন।

শনিবার ভোর ৫টা ৪০ নাগাদ ঢাকার নিউ সুপার মার্কেটে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে দমকল বিভাগের ৩০টি ইউনিটের ২২০ জন কর্মী কাজ করেন।

Advertisement

রাজধানী ঢাকার নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডে অসুস্থ হয়ে দমকল বিভাগের ৯ সদস্য-সহ ২৪ জন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। আগুন নেভাতে গিয়ে ধোঁয়ার কারণে তাঁরা অসুস্থ হয়ে পড়েন। দমকল বিভাগ সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডে দমকল বিভাগের অফিসার ১ জন, দমকলকর্মী ১৩ জন, স্বেচ্ছাসেবক ২ জন, আনসার সদস্য ২ জন এবং বিমান বাহিনীর ১ জন সার্জেন্ট জখম হওয়ায় ঢাকা মেডিক্যাল-সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে। ঢাকা মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিঞা জানান, প্রত্যেকেই ধোঁয়াজনিত শ্বাসকষ্টে আক্রান্ত হয়েছেন। তাঁদের প্রাথমিকভাবে অক্সিজেন দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। দমকল বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মহম্মদ মইনউদ্দিন ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, “১২ জন ফায়ারম্যান এবং একজন স্বেচ্ছাসেবী অসুস্থ হয়েছেন।”

এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ”দেশব্যাপী গুরুত্বপূর্ণ মার্কেটগুলোতে নজরদারি বাড়াতে হবে। অগ্নিকাণ্ডের সঙ্গে বিএনপি-জামাতের অগ্নি-সন্ত্রাসের বিষয়টি জড়িত আছে কিনা তাও তদন্ত করে দেখতে হবে। সকলে আরও বেশি সচেতন হোন, নিজস্ব উদ্যোগে পাহারার ব্যবস্থা করুন। সরকারের পক্ষ থেকে সকল প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাই বলুক না কেন ঈদের মরসুমে এভাবে পরপর বেশ কয়েকটি বাজারে আগুন ধরে যাওয়াটা নিঃসন্দেহে সরকারের ব্যর্থতা বলে জনসাধারণ মনে করছে। বিরোধীদের উপর দোষ চাপিয়ে প্রধানমন্ত্রী হাসিনা যে বিবৃতি দিয়েছেন তা যে বাংলাদেশের অধিকাংশ মানুষ মেনে নিচ্ছে না তা নিয়ে কোন সন্দেহ নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উচিত বিরোধীদের উপর দোষ না চাপিয়ে নিজের সরকারের কর্তব্য টুকু ভালো করে পালন করা।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ