জেলা 

ধর্ম কখনও মনুষত্ব হীন হতে পারে না, বাগজোলায় জামাআতের সম্প্রীতি ইফতার মজলিসে বললেন বিশিষ্ট লেখক শেখ নাসিম আলী 

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাদুড়িয়া, ১১ই এপ্রিল: জামাআতে ইসলামী হিন্দ বাদুড়িয়া ব্লকের বাগজোলা অঞ্চলের উদ্যোগে সম্প্রীতি ইফতারের আয়োজন করা হয় বাগজোলা বাজারে। এই ইফতার অনুষ্ঠানে বাগজোলা বাজারের বিভিন্ন দোকানদার এবং বিশিষ্টজন অংশ নেয়। সম্প্রীতি অনুষ্ঠানে পবিত্র কোর‌আনের তেলাওয়াত এবং আলোচনা মধ্যে দিয়ে শুরু করেন জামাআতে ইসলামী হিন্দের উত্তর ২৪ পরগনা ইসলামী সমাজ বিভাগের মাওলানা আব্দুর র‌উফ সাহেব। জেলার সদ্ভবনা মঞ্চের ইনচার্জ শেখ সিরাজউদ্দিন আহমেদ তার বক্তব্যে বলেন মানবজাতির ঐক্য প্রতিষ্ঠার জন্য ইসলাম এসেছিল।

সম্প্রীতি ইফতার মজলিসে আগত ডা. প্রবীর সাহা বলেন, এই ধরনের অনুষ্ঠান আরো বেশি হ‌ওয়া প্রয়োজন। তিনি আরও বলেন, সবার উপরে মানুষ সত্য। সেজন্য মানবীয় ঐক্য প্রতিষ্ঠা প্রয়োজন। আজকের এই ইফতার মজলিসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামা‌আতে ইসলামী হিন্দের রাজ্য মানব সম্পদ উন্নয়ন বিভাগের শেখ নাসিম আলী সাহেব। তিনি তার বক্তব্যে বলেন, অবশ্যই সুন্দর জীবন গড়ে তুলতে ধর্মের প্রয়োজন। আর ধর্ম কখনও মনুষত্ব হীন হতে পারে না। কোন ধর্মে স্বেচ্ছাচারিতা নেই, পরকীয়া নেই, ব্যাভিচার নেই, স্রষ্টার ইচ্ছা মেনে চলাটাই ধর্ম। স্রষ্টা যুগে যুগে তার পক্ষ থেকে গাইডবুক পাঠিয়েছেন। ডিভাইন গাইডেন্স হল পবিত্র কুরআন। মানুষ যদি স্রষ্টার নির্দেশ মত জীবন যাপন করে তবে মানব সভ্যতা শান্তি প্রতিষ্ঠা হবে।

Advertisement

উপস্থিতিদের মধ্যে পবিত্র কোরআনের বাংলা অনুবাদ এবং বিভিন্ন ইসলামী সাহিত্য তুলে দেওয়া হয়। আজকের এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজ্য অফিস সেক্রেটারী সাবির আলী, উত্তম ২৪ পরগনা জেলা জামাআতের সহ সভাপতি মাওলানা আব্দুল আজীজ মোল্যা, জেলা তারার মহলের মাওলানা ইসমাইল হক, বাদুড়িয়া ব্লকের ব্লক সভাপতি ডা. গোলাম হোসেন প্রমুখ ব্যক্তিবর্গ।সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা জামাআতের মিডিয়া ইনচার্জ রাকিবুল ইসলাম।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ