কলকাতা 

বিজেপি-ই জঙ্গল মহলে মাওবাদীদের তৈরি করছে , নাম না করে মুকুল রায়কে ফের গদ্দার বলে অভিহিত করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

শেয়ার করুন
  • 3
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : মুকুল রায়কে ফের গদ্দার বলে আক্রমন করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার কোর কমিটির বৈঠকে মমতা বলেন, আমার দলে দু-একটা গদ্দার ছিল, তারাই জঙ্গলমহলে গিয়ে মাওবাদী তৈরি করছে। তিনি ‘গদ্দার’দের কড়া বার্তা দেওয়ার পাশাপাশি দলকে সাবধান করেন।

তিনি অভিযোগ করেন, বিজেপি মাওবাদী তৈরি করছে। জঙ্গলমহলে গদ্দারগুলো জুটে এইসব করে বেড়াচ্ছে। দলের নেতৃত্বকে এই বিষয়ে জেগে ওঠার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। বলেন, এই ষড়যন্ত্র রুখতে হবে। বিজেপিকে নিশানা করে মমতা বললেন, এসব ওদের প্ল্যান, রাজ্যকে অশান্ত করে ফায়দা লুটতে চায় ওঁরা। তা বন্ধ করে দিতে হবে। একটা দল আর একটা দলকে পোস্টার লিখে দিচ্ছে।বিজেপি-আরএসএসের চক্রান্ত তৃণমূল সুপ্রিমোর কথায়, ওরা গুরুং-ফুরুংদের দিয়ে অশান্ত করার চেষ্টা করছে। ওরা চায়  না পাহাড়. জঙ্গলমহলে শান্তি বজায় থাকুক। দার্জিলিংকে অশান্ত করার চেষ্টা করেছিল। এখন আবার জঙ্গলমহলকে অশান্ত করার চেষ্টায় নেমেছে। মাওবাদী তৈরি করার চেষ্টা করছে। বিজেপির পাশাপাশি আরএসএসও ষড়যন্ত্র করছে বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ।

Advertisement

মাওবাদী পোস্টারের নেপথ্যেও বিজেপি রয়েছে বলে তিনি অভিযোগ করেন। তিনি বলেন, বিজেপিই মাওবাদীদের নাম করে ওইসব পোস্টার লিখছে। শুভেন্দু অধিকারীর মুণ্ডু চাই। আগে নিজের মুণ্ডুটা বাঁচা, তারপর তো শুভেন্দু অধিকারীর মুণ্ডু নিবি। মাওবাদী ঢুকিয়ে এইসব অশান্তি পাকাচ্ছে। আসলে বিজেপির নেতারাই এসব করছে বলে দলকে সতর্ক করলেন মমতা মমতা বন্দ্যোপাধ্যায় । এদিন সতর্ক করেন ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম নেতৃত্বকে। জঙ্গলমহলের কিছু মানুষকে উসকে ঝাড়খণ্ড থেকে লোক এনে মাও-আতঙ্ক তৈরির চেষ্টা চালাচ্ছে বিজেপি। আরএসএস বাইরে থেকে লোক এনে এলাকায় বসে আছে, জেলার নেতৃত্ব কী করছে, কেন তারা এর মোকাবিলা করতে পারছে না ।

 

 


শেয়ার করুন
  • 3
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

3 × one =