কলকাতা 

দলে গুরুত্ব বাড়ল শুভেন্দু ও ফিরহাদের

শেয়ার করুন
  • 3
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : লোকসভা নির্বাচনের মুখে দলের সাংগঠনিক পদে অনেকটাই রদবদল করলেন মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি এদিন ঘোষণা দলকে রাজ্যের বাইরে প্রসার ঘটাতে হবে । বাঙালিদের বসবাস আছে এমন দুটি রাজ্যে আগামী লোকসভা নির্বাচনে প্রার্থী দিতে চলেছে তৃণমূল কংগ্রেস । এজন্য অসমের দায়িত্ব আগেই মন্ত্রী ফিরহাদ হাকিমকে দিয়েছিলেন দলনেত্রী এবার তার সঙ্গে অতিরিক্ত হিসেবে দেওয়া হল ত্রিপুরা রাজ্যের দায়িত্ব । এখানেও আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবে বলে সিদ্ধান্ত নিয়েছে ।রাজ্যের সাংগঠনিক পরিকাঠামো তৈরির করার দায়িত্ব বর্তেছে শুভেন্দু অধিকারীর হাতে । একই সঙ্গে  তাঁকে ঝাড়খন্ড ও বিহার রাজ্যের দায়িত্ব যৌথভাবে দেওয়া হয়েছে । ফলে শুভেন্দু অধিকারী এবং ফিরহাদ হাকিমের গুরুত্ব দলে আগের অনেকটাই বেড়েছে ।

আসলে মুকুল রায় চলে যাওয়ার পর , শোভন চট্টোপাধ্যায় পার্টি কাজকর্ম সেভাবে করছেন না ফলে সেই শূন্যস্থান অনেকটাই পূরণ করার দায়িত্ব পেলেন শুভেন্দু ফিরহাদ । এছাড়াও ঝাড়খণ্ডের দায়িত্বে অরূপ বিশ্বাস ও শুভেন্দু অধিকারী। ওড়িশার দায়িত্বে শুভেন্দু অধিকারী। মণিপুর, নাগাল্যান্ড ও মিজোরাম দেখবেন ডেরেক। মহারাষ্ট্র দেখবেন দীনেশ ত্রিবেদী।

Advertisement

দলকে ভালো করে সাজানোর নির্দেশ দেন তিনি। বলেন, দল নিয়ে ভাবুন।অসমে বাঙালি-বার্তা অসমে বাঙালি খেদাও চলছে। অসমের পরিস্থিতি খুব খারাপ। অসমের মানুষ পথে নামুন। আমরা আন্দোলনকারীদের পাশে আছি। সমাজের সকলকে নিয়ে চলতে হবে। আমরা সকলকে নিয়ে চলতে জানি। সেই আঙ্গিকেই আমরা অসমের বাঙালির পাশে দাঁড়াব।

 

 


শেয়ার করুন
  • 3
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

8 − 4 =