আন্তর্জাতিক দেশ 

মোদি পদবী নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে এবার রাহুলের বিরুদ্ধে লন্ডন আদালতে মামলার হুঁশিয়ারি আরেক মোদির

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : রাহুল গান্ধীর বিরুদ্ধে এবার লন্ডনের আদালতে মানহানি মামলা করার কোন হুঁশিয়ারি দিলেন প্রাক্তন আই পি এল প্রধান ললিত মোদি।বৃহস্পতিবার সকাল থেকেই এই বিষয়ে একাধিক টুইট করতে থাকেন ললিত। বলেন, “গান্ধী (রাহুল) এবং তাঁর সহযোগীরা বার বার আমার গায়ে পলাতক শব্দটি সেঁটে দিচ্ছেন। কিন্তু আমি কি কখনও কোনও মামলায় অভিযুক্ত হয়েছি, যে আমায় পালাতে হবে?” বিরোধীরা তাঁর সম্পর্কে ভুল তথ্য জেনে অথবা কেবল রাজনৈতিক কারণেই মিথ্যা রটাচ্ছে বলে সরব হয়েছেন ললিত।

রাহুলের মোদী পদবি নিয়ে মন্তব্যের জন্য কংগ্রেস নেতাকে ব্রিটেনের আদালতে টেনে আনার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “আমি ঠিক করেছি রাহুল গান্ধীকে ব্রিটেনের আদালতে নিয়ে আসব। আমি আশাবাদী, উনি (আমার বিরুদ্ধে) শক্তপোক্ত তথ্যপ্রমাণ নিয়ে আসবেন।” নিজের টুইটে একাধিক কংগ্রেস নেতাকে ট্যাগ করেন ললিত।

Advertisement

গত ২৩ মার্চ মোদী পদবি তুলে আপত্তিকর মন্তব্যের দায়ে গুজরাতের সুরাট জেলা আদালত রাহুলকে ২ বছর জেলের সাজা দিয়েছে। সুরাট জেলা আদালতের বিচারক এইচএইচ বর্মা রাহুলকে ১০ হাজার টাকার জামিনে মুক্তি দিয়ে ৩০ দিনের মধ্যে উচ্চতর আদালতে আবেদন করার অনুমতি দিয়েছিলেন। কিন্তু দোষী সাব্যস্ত করার উপর কোনও স্থগিতাদেশ দেননি তিনি। তারই ভিত্তিতে ভারতীয় সংবিধানের ১০২(১)-ই অনুচ্ছেদ এবং জনপ্রতিনিধিত্ব আইন (১৯৫১)-এর ৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাহুলের সাংসদ পদ খারিজ করা হয়।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ