দেশ 

লাক্ষাদ্বীপের এনসিপি সাংসদ মোহাম্মদ ফয়জলের সাংসদ পদ ফিরিয়ে দিল লোকসভার সচিবালয়

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক: লাক্ষাদ্বীপের এনসিপির সাংসদ মোহাম্মদ ফয়জলের সাংসদ পদ ফিরিয়ে দিল লোকসভা। এই সাংসদ খুনের চেস্টার মামলায় অভিযুক্ত হয়ে দশ বছরের সাজা পেয়েছিলেন। তার ফলে তাঁর সাংসদ পদ খারিজ হয়ে যায় পরবর্তীকালে তিনি কেরল হাইকোর্টে আবেদন করেন।

কেরল হাইকোর্ট রায় দেয় অবিলম্বে এই সাংসদের সাংসদ পদ ফিরিয়ে দেওয়ার। এই রায় দেওয়ার পর দুমাস অতিবাহিত হলেও কিন্তু সাংসদ পদ ফিরিয়ে দেওয়া হচ্ছিল না। তবে রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হওয়ার পর তা নিয়ে দেশ জুড়ে বিতর্কের মাঝে মোহাম্মদ ফয়সলের সাংসদ পদ ফিরিয়ে দিল লোকসভার সচিবালয়।

Advertisement

লাক্ষদ্বীপের এনসিপি সাংসদ মহম্মদ ফয়জল (Mohammad Faizal)। দু’মাস আগে খুনের চেষ্টার অপরাধে তাঁকে ১০ বছর জেলের সাজা শোনায় লাক্ষাদ্বীপের স্থানীয় আদালত। সঙ্গে সঙ্গে তাঁর সাংসদ পদ বাতিল করে দেন স্পিকার। কিন্তু পরে কেরল হাই কোর্ট ফয়জলের ওই সাজা বাতিল করে। এবং একই সঙ্গে তাঁর সাংসদ পদ পুনর্বহাল করার রায় দেয়। তাঁর সদস্যপদ ফিরিয়ে দেওয়ার জন্য লোকসভা সচিবালয়কে নির্দেশ দেয় কেরল হাই কোর্ট। কিন্তু সেই নির্দেশ পাওয়ার পরও দীর্ঘদিন ফয়জলের সাংসদ পদ ফেরাতে চায়নি সংসদ।

শেষে বাধ্য হয়ে মহম্মদ ফয়জল সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলা করেন। সেই মামলার একটি শুনানি ইতিমধ্যেই হয়েছে। বুধবারই মামলার পরবর্তী শুনানি। তার আগেই এনসিপি (NCP) সাংসদের সাংসদ পদ ফেরানোর সিদ্ধান্ত নিল লোকসভার সচিবালয়। এদিন বিবৃতি জারি করে ফয়জলের সাংসদ পদ বাতিলের নির্দেশ খারিজ করে দেওয়া হয়েছে।

এরপর প্রশ্ন উঠতে শুরু করেছে মানহানি মামলার সাজা প্রাপ্ত রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ নিয়ে। কেন্দ্র সরকার যে পূর্বপরিকল্পনা মত রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করেছে তা নিয়ে জন মানষে কোন সন্দেহ নেই। ফয়জলের এই ঘটনার সামনে আসার পর মোদি সরকার যে আরও ব্যাক ফুটে চলে গেল তা নিয়ে কোন সন্দেহ নেই।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ