জেলা 

লক্ষ লক্ষ টাকার বিনিময়ে স্বাস্থ্য দফতরেও চাকরি বিক্রি, নজরে এবার মালদহের প্রকাশ সাহা!

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : শিক্ষক নিয়োগ দুর্নীতির পর পুরসভার কর্মী নিয়োগে ও দুর্নীতির অভিযোগ সামনে এসেছে এরপর দেখা যাচ্ছে আরো বড় দুর্নীতি সামনে আসতে চলেছে। এবার স্বাস্থ্য দফতরে নিয়োগ দুর্নীতির খবর সামনে এসে গেল। কম করে চার থেকে পাঁচ লাখ টাকা নিয়ে স্বাস্থ্য দফতরের গ্রুপ সি কর্মী নিয়োগের অভিযোগ উঠেছে। ঘটনার বিবরণে প্রকাশ মালদহ মেডিক্যাল কলেজে সোমবার দুপুরে  দুই ব্যক্তি নিয়োগপত্র নিয়ে হাজির হয় গ্রুপ সি কর্মী পদের যোগ দেওয়ার জন্য।সরকারি বিজ্ঞপ্তি ছাড়ায় গ্রুপ-সি পদে নিয়োগ নিয়ে সন্দেহ হয় মালদহ মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের।

চাকরিপ্রার্থীদের নিয়োগপত্র দেখতে চান মেডিক্যালের এমএসভিপি। দুই প্রার্থী মোবাইলে তাঁদের নিয়োগপত্র দেখান। এতে আরও সন্দেহ বাড়ে। চাকরিপ্রার্থী দুই জনকে অফিসে অপেক্ষা করতে বলে মেডিক্যালের কর্তারা খবর দেন পুলিশে। দু’জনকে পুলিশ আটক করে। পরে পুলিশে অভিযোগও করা হয় মেডিক্যালের পক্ষ থেকে। তাঁদের অভিযোগের ভিত্তিতে সোমবার রাতেই ঘটনায় মূল অভিযুক্ত হবিবপুরের এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে।

Advertisement

লক্ষাধিক টাকার বিনিময়ে দুই চাকরিপ্রার্থীকে ‘ভুয়ো’ নিয়োগপত্র দেয় ধৃত যুবক, দাবি পুলিশের। মঙ্গলবার ধৃত প্রকাশ সাহাকে মালদহ জেলা আদালতে পেশ করে হেফাজতে নিয়েছে পুলিশ। মালদহ মেডিক্যালের ঘটনাটি প্রকাশ্যে আসতেই জেলাজুড়ে হইচই পড়েছে। ভুয়ো নিয়োগপত্র নিয়ে মেডিক্যাল কলেজে চাকরিতে যোগ দিতে আসার ঘটনা নিয়ে শোরগোল পড়েছে। মেডিক্যাল কর্তৃপক্ষের দাবি, সোমবার দুপুরে গ্রুপ-সি পদের জন্য নিয়োগপত্র নিয়ে দুই যুবক, যুবতী এমএসভিপির অফিসে আসেন। তাঁদের নিয়োগপত্র দেখে সন্দেহ হয় মেডিক্যাল কর্তার।

নিয়োগপত্রে স্বাস্থ্য দফতরের কোনও ঠিকানা বা কোন পদের জন্য নিয়োগ হচ্ছে, সে তথ্য ছিল না। এ ছাড়া স্বাস্থ্য দফতরে নিয়োগের কোনও বিজ্ঞপ্তিও জারি হয়নি। মালদহ মেডিক্যাল কলেজের সুপার সহ-অধ্যক্ষ পুরঞ্জয় সাহা বলেন, ‘দুই চাকরিপ্রার্থীর নিয়োগপত্র দেখেই আমাদের সন্দেহ হয়। তাঁদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশে অভিযোগও জানানো হয়।’ মেডিক্যাল কর্তৃপক্ষের অভিযোগের পরেই পুলিশ তৎপর হয়।

পুলিশ জানিয়েছে, শহরের বাসিন্দা দুই যুবক, যুবতীকে আটক করে হবিবপুরের ডাঙ্গাপাড়ার বাসিন্দা প্রকাশ সাহার নাম উঠে আসে। প্রকাশ চার থেকে পাঁচ লক্ষ টাকার বিনিময়ে নিয়োগপত্র দেন বলে তাঁরা দাবি করেছেন। এ ছাড়া প্রকাশের কথাতেও অসঙ্গতি রয়েছে। মালদহের পুলিশ সুপার প্রদীপকুমার যাদব বলেন, মেডিক্যাল কলেজের অভিযোগের ভিত্তিতে ধৃতকে গ্রেফতার করে আদালতে তোলা হয়। হেফাজতে নেওয়া হয়েছে ধৃতদের। ঘটনায় আরও কোনও চক্র জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ