দেশ 

দেশের মানুষের কাছে আচ্ছে দিন ! পেট্রোল, ডিজেল, গ্যাসের পর ডিজিটাল লেনদেনও শুল্ক দিতে হবে সাধারণ মানুষকে

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : ডিজিটাল পেমেন্ট এর কথা বলেছিলেন ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি, সেই ডিজিটাল পেমেন্ট এখন দেশের মানুষের কাছে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। একদিকে এই ডিজিটাল পেমেন্টের মাধ্যমে সাধারণ মানুষের লেনদেনের সুবিধা হয়েছে অন্যদিকে এবার থেকে ডিজিটাল পেমেন্ট করতে হলে ট্যাক্স পড়বে আমজনতার উপরে। খানিকটা ঔরঙ্গজেবের জিজিয়া করের মত।সব ঠিক ভাবে চললে ১ এপ্রিল থেকেই নয়া ব্যবস্থা কার্যকর হবে।

অনলাইন টাকা লেনদেন সংক্রান্ত নিয়ন্ত্রক সংস্থা যে নয়া বিধি আনতে চলেছে, তাতে বলা হয়েছে, ২০০০ বা তার বেশি টাকা লেনদেন করবেন যাঁরা, তাঁদেরই শুল্কবাবদ এই অতিরিক্ত টাকা দিতে হবে। টাকার পরিমাণের উপর শুল্কের পরিমাণ নির্ধারিত হবে। লেনদেন হওয়া অর্থের উপর ১.১ শতাংশ হারে শুল্ক ধার্য হবে। অনলাইন লেনদেনের খরচ বেড়ে গেলেও আগের তুলনায় তা অনেক বেশি সুরক্ষিত হবে বলে দাবি করা হচ্ছে। তবে ব্যাঙ্কের মাধ্যমে এক ব্যক্তির থেকে অন্য ব্যক্তির কাছে কিংবা এক ব্যক্তি থেকে কোনও প্রতিষ্ঠানে টাকা লেনদেনের ক্ষেত্রে এই নয়া নিয়ম প্রযুক্ত হচ্ছে না।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ