কলকাতা 

কয়লা পাচার কাণ্ডে ২৩ মার্চ আপ্ত সহায়ককে, ২৯ মার্চ আইনমন্ত্রী মলয় ঘটককে তলব করল ইডি

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক: কয়লা পাচার মামলায় অনুব্রত মণ্ডলের দিল্লির তিহাড় জেলে ঠাঁই হওয়ার পরেই রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটককে তলব করলো কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জানা গেছে আগামী তেইশে মার্চ দিল্লির ইডির সদর দফতরে মন্ত্রী মলয় ঘটকের আপ্ত সহায়ককেও তলব করা হয়েছে। আর ২৯ শে মার্চ তলব করা হয়েছে আইন মন্ত্রী মলয় ঘটককে।

কাকতালীয় হলেও সত্য ওইদিনই আবার কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে ধরনায় বলছেন বাংলার মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্য়ায়। সেদিনই রাজ্যের মন্ত্রীকে তলবের পিছনে রাজনৈতিক প্রতিহিংসা রয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Advertisement

প্রসঙ্গত,‌গত বছরের সেপ্টেম্বরে কলকাতা ও আসানসোলে মলয় ঘটকের একাধিক বাড়িতে হানা দেয় সিবিআই। মন্ত্রীর কলকাতার সরকারি আবাসনেও টানা জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ