কলকাতা 

মাদ্রাসার চাকরিপ্রার্থীদের মুখ্যমন্ত্রীর বাড়ি অভিযানকে ঘিরে ধুন্ধুমার হাজরা মোড়

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি: রাজ্যের মাদ্রাসা গুলিতে নিয়োগের দাবিতে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষায় পাশ করার চাকরি প্রার্থীরা আজ বুধবার মুখ্যমন্ত্রীর বাড়ি অভিযান করে। হাজরা মোড় থেকে এই অভিযান শুরু হয় পথে কলকাতা পুলিশ আন্দোলনকারীদের আটকে দেয়। আন্দোলনকারীদের দাবি রমজান মাসের আগেই তাদের নিয়োগ সম্পূর্ণ করতে হবে না হলে বৃহত্তর আন্দোলনের নামবে তারা।

উল্লেখ্য ২০১৪ সালে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল সার্ভিস কমিশনের মাধ্যমে মাদ্রাসা গুলিতে শিক্ষক নিয়োগের জন্য। পরীক্ষা হয়েছিল ২০১৫ সালে ফল প্রকাশিত হয় ২০১৬ সালে। কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনের অস্তিত্ব নিয়ে সুপ্রিম কোর্ট মামলা চলায় নিয়োগ প্রক্রিয়ায় অনেকটাই দেরি হয়ে যায়। সুপ্রিম কোর্টের অনুমতি নিয়ে ২০১৮ সালের সার্ভিস কমিশন কিছু চাকরিপ্রার্থীকে নিয়োগ দেয়। তারপর থেকে বেশ কিছু চাকরিপ্রার্থীকে নিয়োগ দেয়া হচ্ছে না বলে অভিযোগ। এই সকল চাকরি প্রার্থীরা সকলেই টেটে পাস করেছে এমনকি সাক্ষাৎকারেও সফল হয়েছে বলে তাদের দাবি। তবে এখনো কেন এদের নিয়োগ করা হয়নি, তা স্পষ্ট বোঝা যাচ্ছে না। মাদ্রাসা সার্ভিস কমিশন এবং মাদ্রাসা শিক্ষা দপ্তর কেন বিষয়টি নিয়ে নীরবতা অবলম্বন করছে তা নিয়ে যথেষ্ট সন্দেহ দেখা দিয়েছে।

Advertisement

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ