কলকাতা 

West Bengal SSC Scam: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ‘কালীঘাটের কাকু’কে তলব সিবিআইয়ের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি: নিয়োগ দুর্নীতির মামলায় এবার সিবিআই দফতরে হাজিরা দিলেন ‘কালীঘাটের কাকু’।নিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্তে ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের নাম উঠে এসেছিল। সেই সূত্রেই বুধবার তাঁকে নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরা দিয়েছেন সুজয়কৃষ্ণ ভদ্র।ইতিমধ্যেই তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে সিবিআই আধিকারিকরা।

সূত্রের খবর, গতকালই সিবিআই আধিকারিকরা সুজয়কৃষ্ণ ভদ্রকে আজ সকালে হাজিরা দেওয়ার কথা জানান।এ দিন সকাল এগারোটার কিছু আগে দু’ জন আইনজীবীকে নিয়ে নিজাম প্যালেসে পৌঁছন ‘কালীঘাটের কাকু’ হিসেবে নাম উঠে আসা সুজয়কৃষ্ণ ভদ্র।

Advertisement

নিজাম প্যালেসে ঢোকার মুখে সুজয়কৃষ্ণ ভদ্র বলেন, ‘কেন ডাকল জানি না।নোটিসও দেয়নি।হাতে লেখা কাগজ দিয়ে এসেছিল গতকাল সন্ধে সাড়ে ছ’ টায়।তাই চলে এসেছি।আমি এসবের কিছুই বুঝি না।আমার স্ত্রী খুবই অসুস্থ।তা সত্ত্বেও এসেছি৷ এর পরেও বলবে আমি তদন্তে অসহযোগিতা করছি।’

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ