জেলা 

উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : মঙ্গলবার থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে ঘিরে পরীক্ষার্থী অভিভাবকদের মধ্যে উৎকণ্ঠা লক্ষণীয় ছিল। কারণ অতিমারির জেরে এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা মাধ্যমিক পরীক্ষার দেওয়ার সুযোগ পায়নি। সুতরাং এটাই ছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছে জীবনের প্রথম বড় পরীক্ষা। তাই এই পরীক্ষায় যাতে ছেলেমেয়েদের মধ্যে কোন উৎকণ্ঠা না থাকে এবং তাদের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে কোন অসুবিধা যাতে না হয় সেজন্য পুলিশ প্রশাসন থেকে শুরু করে মমতা সরকার সব রকম ব্যবস্থা করেছিল।

আর পুলিশ প্রশাসনের এই ব্যবস্থার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মঙ্গলবার সকাল থেকেই হেল্প ডেস্ক এ বসে যান উত্তর চব্বিশ পরগনার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পিরজাদা এ কে এম ফারহাদ। শুধু উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে থাকাই নয় একইসঙ্গে তিনি পরীক্ষার্থীদের অভিভাবকদের সাহায্যের হাত বাড়িয়ে দেন। ফারহাদ সাহেবের এই প্রচেষ্টাকে নাগরিক সমাজ ভুয়শী প্রশংসা করছে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ