জেলা 

হাজীদের উন্নত পরিষেবা দিতে বদ্ধপরিকর রাজ্য সরকার,বারাসাতে প্রশাসনিক বৈঠকে বললেন একেএম ফারহাদ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

ইসরাফিল বৈদ্য, বারাসাত :  করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতেই ২০২৩ সালের হজ্ব বিষয়ে অনেকগুলি বিধি শিথিল হয়েছে। ভারত সরকার ও সৌদি আরবের মধ্যে চুক্তি মোতাবেক চলতি বছর হজ্বের খরচ সামান্য হলেও কমছে বলে জানা যায়। উল্লেখ্য চলতি বছরের ফেব্রুয়ারি ১০ তারিখ থেকে মার্চের ১০ তারিখ অবধি অনলাইন পদ্ধতিতে হজের আবেদনের সময়সীমা থাকলেও তা বর্ধিত করা হয়েছে।প্রতি বছরের ন্যায় এবারও হাজীদের সুষ্ঠু পরিষেবা প্রদানের লক্ষ্যে পশ্চিমবঙ্গ রাজ্য হজ্ব কমিটি তৎপরতার সঙ্গে কর্ম ক্রিয়া শুরু করে দিয়েছে।

বলাবাহুল্য হজ্ব অপারেশন ২০২৩ সফল ভাবে সম্পন্ন করতে গত কয়েকদিন আগে নিউটাউন মদিনাতুল হুজ্জাজে প্রাক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী মঙ্গলবার উঃ চব্বিশ পরগনা জেলাশাসকের কার্য্যালয়ে জরুরী কালিন পরিষেবা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। উল্লেখযোগ্য আলোচ্য বিষয়ের মধ্যে ছিল ২০২৩ সালের হজ্ব পালনকারীদের টিকাদান কর্মসূচি, বিমানবন্দর, মদিনাতুল হুজ্জাজ ও কৈখালী হজ্ব টাওয়ারে হাজী পরিষেবা, পানীয় জলের সরবরাহ, পরিষ্কার পরিচ্ছন্নতা সহ নানা বিষয়ে প্রশাসনিক আলোচনা হয়।

Advertisement

বৈঠকে উপস্থিত অতিরিক্ত জেলাশাসক মনিষ মিশ্র বলেন হজ্বের পুরো পরিষেবা মুলত উঃ চব্বিশ পরগনা জেলার মধ্যে অনুষ্ঠিত হয়।তাই রাজ্য সরকারের সহযোগিতায় সমস্ত দপ্তরের কর্মীদের প্রচেষ্টায় সফলভাবে হজ পরিষেবা দিয়ে থাকে জেলা প্রশাসন। উঃ চব্বিশ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ তথা হজ্ব কমিটির সেবক একেএম ফারহাদ ধন্যবাদ জ্ঞাপন করেন রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় কে। তিনি বলেন সরকারের প্রতিটি বিভাগের সহায়তায় অত্যন্ত সুন্দর ভাবে হজ্ব পরিষেবা দিয়ে আসছে রাজ্য হজ্ব কমিটি। তিনি আশা প্রকাশ করেন এ বছর আরো উন্নত পরিষেবা সম্পন্ন করতে তৎপর থাকবে রাজ্য কমিটি। রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী ফিরহাদ হাকিম,সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের মন্ত্রী মোঃ গোলাম রব্বানী, প্রধান সচিব মোঃ গোলাম আলী আনসারি, দপ্তরের বিশেষ সচিব শাকিল আহমেদ,হজ্ব কমিটির কার্যনির্বাহী আধিকারিক মোঃ নাকি সহ সমস্ত আধিকারিকদের দায়িত্বশীল প্রচেষ্টা ও উত্তর ২৪ পরগনা জেলাশাসক শ্রী শরদ কুমার দ্বিবেদীর নেতৃত্বে জেলা প্রশাসনিক কর্মকর্তারা অত্যন্ত দায়িত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে বলে জানায় একেএম ফারহাদ।

উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট মাইনোরিটি অফিসার সৌগত মাইতি, হজ্ব কমিটির সদস্য পীরজাদা আলহাজ্ব রাকিবুল আজিজ বাখতেয়ারি,জয়েন ডিরেক্টর,বিএসএফ আধিকারিক,পি ডব্লিউ ডি আধিকারিক, পিএইচই আধিকারিক হজ্ব কমিটির পক্ষে ইকবাল নাইয়ার, প্রমুখ।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ