বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

কবিতা: দোল/ শংকর কুমার ঘোষ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

দোল

শংকর কুমার ঘোষ

———————————————————

রঙিন হব কোন পথে

Advertisement

তা আমার নেইকো জানা,

তাই তুমিই এসে রাঙিয়ে দাও

আমার হৃদয় খানা ।

** ** **

তুমি এখানে আসলে তবে

পলাশ ফুটবে বনে,

কোকিল গাইবে গান

তোমার আমন্ত্রণে।

** ** **

ওগো প্রিয় তুমি আসলে তবে

শীত হবে অবসান ,

তারা আবার চঞ্চল হবে

যারা ছিল ম্রিয়মাণ ।

** ** **

তুমি আসবে বলে মনের সুখে

খুশির হাওয়া বয়,

শাখায় শাখায় নেচে ওঠে

নবীন কিশলয়।

** ** ** **

আজকে দিনে সবাই মিলে

ভোল্ রে দুঃখ ভোল্,

রং-এ রং-এ রাঙিয়ে দিতে

তাই এসেছে দোল।

** ** ** **

একই সাথে সবাই মিলে

রাঙিয়ে নেবো মন,

তাইতো সবার এই আসরে

থাকলো নিমন্ত্রণ ।

*** *** ***

সোমবার । ০৬—০৩—২০২৩


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ