জেলা 

দোল ও শবেবরাত উপলক্ষ্যে রাজারহাট থানায় প্রশাসনিক সভা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

ইসরাফিল বৈদ্য, নিউটাউন :  আসন্ন রঙের উৎসব দোল যাত্রা, হোলি ও শবেবরাত উপলক্ষ্যে বিধাননগর কমিশনারেটের রাজারহাট থানা কমিটির উদ্যোগে শনিবার প্রশাসনিক সম্বন্বয় সভা অনুষ্ঠিত হয় থানা চত্বরে। বিধাননগর কমিশনারেটের আধিকারিক সম্প্রীতি চক্রবর্তী জানায় বিগত বছর গুলিতে একসাথে অনেক অনুষ্ঠান হলেও কখনো কোন ধর্মীয় বাঁধা আসেনি।তাই এবার কোন রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে সবাইকে সজাগ থাকতে বলেন।

 

এলাকার উভয় সম্প্রদায়কে অনুষ্ঠানের শুভেচ্ছা জানানো হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। রাজারহাট নিউটাউনের বিধায়ক শ্রী তাপস চট্টোপাধ্যায়ের কথায় এই অঞ্চল উভয় সম্প্রদায়ের মানুষের লীলাভূমি।

Advertisement

এখানে কখনো কোন রকমের ধর্মীয় ভেদাভেদ নেই। হিন্দু, মুসলিম নামকে দূরে সরিয়ে মানুষ হিসেবে প্রত্যেকে প্রত্যেকে ভালোবাসার চোখে দেখে এবং ধর্মীয় আচার অনুষ্ঠানে আনন্দ উপভোগ করতে একে অপরের বাড়িতে হাজির হয়। উঃ চব্বিশ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ তথা বিশিষ্ট সমাজকর্মী একেএম ফারহাদ বলেন পশ্চিমবঙ্গ শান্তি সম্প্রীতির পীঠস্থান। এখানে ধর্মীয় ভেদাভেদের কোন স্থান নেই। তিনি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় ধর্ম যার যার উৎসব সবার।তাই কোনরকমের বিভাজন সৃষ্টি না করে ঐক্যবদ্ধভাবে বাংলার ঐতিহ্য বজায় রাখার বার্তা রাখে প্রশাসনিক বৈঠকে।সকল সম্প্রদায়ের মানুষ উৎসবের আগাম শুভেচ্ছা ও অভিনন্দন জানান ফারহাদ।

অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রী প্রবীর কর, রাজারহাট থানার আইসি জামাল হোসেন সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ