জেলা 

মানব সেবা পরম ধর্ম,নিউটাউনে সামাজিক অনুষ্ঠানে বললেন একেএম ফারহাদ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

ইসরাফিল বৈদ্য, নিউটাউন :   উঃ চব্বিশ পরগনা জেলার রাজারহাট নিউটাউন বিধানসভা এলাকার চাঁদপুর গ্ৰাম পঞ্চায়েত এলাকার মোবারকপুরে স্বাস্থ্য, চক্ষু পরীক্ষা কেন্দ্রের উদ্বোধন হলো পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী (রহঃ) এতিমখানা প্রাঙ্গনে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক শ্রী তাপস চট্টোপাধ্যায়, জেলা পরিষদের দক্ষ কর্মাধ্যক্ষ তথা রাজারহাট নিউটাউন মাঝেরআইট পীরডাঙ্গা দরবার শরীফের পীরজাদা আলহাজ্ব একেএম ফারহাদ, পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রী প্রবীর কর, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আফতাব উদ্দিন, অঞ্চল প্রধান দেবদাস নস্কর, সমাজসেবী সাইফুল ইসলাম,ডাক্তারবাবু রেজাউল করিম,কাশিনাথ মন্ডল প্রমুখ। অনুষ্ঠানটি আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আলহাজ্ব বদরউদ্দিন আহমেদ ও কবীর আহমেদ।

বিধায়ক শ্রী তাপস চট্টোপাধ্যায় তাঁর বক্তব্যে উঠে আসে এলাকার শান্তি সম্প্রীতির লক্ষ্যে এইধরনের সামাজিক কর্মসূচি অত্যন্ত প্রশংসনীয়। আগামী দিনগুলোতে এইধরনের অনুষ্ঠান করার জন্য যেকোন প্রয়োজনে সর্বতোভাবে পাশে দাঁড়ানোর আশ্বাস দেন। সমাজকর্মী তথা কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ বলেন প্রত্যেক বছরের ন্যায় এবারও এই এতিমখানা কমিটির কর্তৃপক্ষ যে অনুষ্ঠানটি আয়োজন করেছে তা এলাকার মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ততা আনে। মানুষের সেবা করার মধ্যে দিয়ে মহান ঈশ্বরকে লাভ করা যায় বলে তিনি জানান।এই সংস্থার কর্মকাণ্ড যেভাবে চোখ পরীক্ষা ও স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছে এরকম শিবির আরো বেশি বেশি অত্যন্ত অঞ্চলে করার আহ্বান তিনি রাখেন। বর্তমান রাজ্য সরকারের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সুষ্ঠু সামাজিক পরিবেশ বজায় রেখে যে সম্প্রীতির মেলবন্ধনের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে তা নষ্ট করার জন্য যে অপশক্তি চেষ্টা করছে তাকে গুঁড়িয়ে দেওয়ার কথাও তিনি বলেন।

Advertisement

এই সংস্থার সার্বিক কল্যাণ কামনা করে উপস্থিত জনগণকে ধন্যবাদ জানান ফারহাদ। স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রী প্রবীর কর, তার কথায় উঠে আসে রাজেরহাট অঞ্চলে হিন্দু মুসলিম ভেদাভেদের কোন স্থান নেই। সবাই সমানভাবে যেকোনো সামাজিক কর্মসূচি রুপায়ন করে থাকে। হাজী বদর উদ্দিন বলেন বিগত দিনের ন্যায় এই অনুষ্ঠানটি আয়োজন করতে যেভাবে সকলে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে তার জন্য কৃতজ্ঞ থাকবে এই কমিটি।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ