কলকাতা 

উর্দু বইমেলার সমাপ্তি অনুষ্ঠানে সংবর্ধিত বিশিষ্টজনেরা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

ইসরাফিল বৈদ্য, কলকাতা : পশ্চিমবঙ্গ সরকারের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্য সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা উন্নয়ন দপ্তরের পরিচালনায় কলকাতা উর্দু বইমেলা ২০২৩ মহাসাড়ম্বরে শুভারম্ভ হয়েছিল ১২ ই ফেব্রুয়ারি কলকাতা উর্দু অ্যাকাডেমি প্রাঙ্গনে।

রবিবার ১৯ ই ফেব্রুয়ারি সন্ধ্যায় বিশেষ অনুষ্ঠানের মধ্যে দিয়ে সমাপ্তি হলো কলকাতা উর্দু বইমেলার।অনুষ্ঠানের সমাপ্তি দিনে সাংসদ শ্রী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে উঠে আসে রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা। তিনি বলেন, এই রাজ্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের জন্য যেভাবে কাজ করছে তা দেশের মধ্যে নজিরবিহীন।উর্দু অ্যাকাডেমির ভাইস প্রেসিডেন্ট তথা সাংসদ নাদিমুল হকের বক্তব্যে উঠে আসে উর্দু ভাষীদের জন্য বাজেটে, যেভাবে বরাদ্দ বাড়ানো হয়েছে তার জন্য খুশি তাঁরা।

Advertisement

তিনি বলেন, সমাজের বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি সম্মানিত করার পাশাপাশি বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে আগত প্রত্যেকে ধন্যবাদ জ্ঞাপন করেন ওয়াসিমুল হক। বিশেষ পুরস্কারে ভূষিত, উঃ চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তথা বিশিষ্ট সমাজসেবী একেএম ফারহাদ বলেন, রাজ্য সরকারের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা ব্যানার্জি ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সি, ফিরহাদ হাকিম, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মত নেতৃত্বের জন্য বাংলা এত সমৃদ্ধ। তিনি বলেন রাজ্যের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মোঃ গোলাম রব্বানী,দপ্তরের প্রধান সচিব মোঃ গোলাম আলী আনসারী, বিশেষ সচিব শাকিল আহমেদ সহ অন্যান্য দক্ষ আধিকারিকদের জন্য বর্তমান সরকারের আমলে এত সুন্দর অনুষ্ঠান সম্পন্ন হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ পুরস্কারে ভূষিত করার জন্য আয়োজক কমিটির সদস্যদের ধন্যবাদ ঞ্জাপন করেন একেএম ফারহাদ। সান্ধ্যকালীন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর সানা আহমেদ, রেহানা খাতুন,সাহাবুদ্দিন হায়দার,দাবিড় আহমেদ,নুসহাট জয়নাব,ইসতেহাক আহমেদ, শর্মিলা ভট্টাচার্য, সহ অন্যান্য বিশিষ্টজনেরা।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ