কলকাতা 

‘অত্যন্ত উপযুক্ত রায় হয়েছে,জোচ্চরদের ফাঁসিতে চড়ানোর ব্যবস্থা করতে হবে’ : অভিজিৎ গঙ্গোপাধ্যায়

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতির মামলার রায় আজ সোমবার কলকাতা হাইকোর্ট দিয়েছে। ২০১৬ সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল বাতিল করে আগামী ১৫ দিনের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই রায় ঘোষণার পরেই প্রাক্তন বিচারপতি তথা তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন রায় সঠিক হয়েছে। এবার ‘জোচ্চরদের ফাঁসিতে চড়ানোর ব্যবস্থা করতে হবে।’

একইসঙ্গে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ ও দাবি করেছেন বলে জানা গেছে। উল্লেখ্য বর্তমান বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রথম এসএসসি মামলার তদন্ত সি বি আই এর হাতে দিয়েছিলেন। সেই মামলা প্রথমে সুপ্রিম কোর্ট পরে সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত বিশেষ বেঞ্চে শুনানি হয়। সোমবার সেই মামলার শুনানির রায় দিয়ে এসএসসির পুরো প্যানেল বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট। এর ফলে রাজ্যের ২৫৭৫৩ জন শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মচারী চাকরি বাতিল হয়েছে। নতুন করে প্যানেল তৈরি করার জন্য ১৫ দিনের মধ্যে প্রস্তুতি নিতে নির্দেশ দেয়া হয়েছে ওই রায়ে।

Advertisement

‘অত্যন্ত উপযুক্ত রায় হয়েছে’,এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় রায়ে প্রতিক্রিয়া হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। একসময়ে এই মামলায় তাঁর একের পর এক পর্যবেক্ষণ তুমুল আলোচনা-আলোড়ন তৈরি করেছিল।

এখন তিনি বিচারপ্রক্রিয়া থেকে অনেক দূরে, রাজনীতির ময়দানে। বিজেপির টিকিটে তমলুক লোকসভা কেন্দ্র থেকে ভোটে লড়ছেন। তার মধ্যে সাংবাদিক বৈঠকে বললেন, ‘রায় শুনে স্বস্তি পেয়েছি এমন নয়। আমার ব্যক্তিগত কোনও বিষয় ছিল না যে এই রায়ে স্বস্তি পাব। তবে খুব উপযুক্ত রায় হয়েছে।’ সঙ্গে আরও সংযোজন, ‘জোচ্চরদের ফাঁসিতে চড়ানোর ব্যবস্থা করতে হবে।’


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ