জেলা 

মোবাইলে কথা বলতে গিয়ে বিপত্তি, বালুরঘাটে বাস উল্টে পুকুরে, আহত ৩৫

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : বছরের প্রথম মাসের অর্থাৎ ২৯ জানুয়ারি গাড়ির ড্রাইভার মোবাইলে কথা বলতে গিয়ে ভয়াবহ বাস দূর্ঘটনার কবরে পড়েছিল সরকারি বাস । চল্লিশের বেশি মানুষের মৃত্যুও হয়েছিল । কিন্ত তা থেকে কোনো শিক্ষা্য় হয়নি গাড়ি চালকদের রবিবার ফের চালক মোবাইলে কথা বলার কারণে বাস উলটে আহত হল ৩৫ জন যাত্রী। রবিবার দুপুরে নালাগোলা থেকে বালুরঘাট যাচ্ছিল বাসটি। সেই সময় বালুরঘাটের জলঘর মাঝিনার কাছে একটি পুকুরে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার পুলিশ ও দমকল কর্মীরা। শুরু হয় উদ্ধার কাজ। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। বাসের চালক মোবাইলে কথা বলার কারণেই এই দুর্ঘটনা। চালক পলাতক। ঘটনার তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ। পরে ঘটনাস্থলে যায় অতিরিক্ত পুলিশ সুপার দেবাশিস নন্দী, সদর মহকুমা শাসক ঈশা মুখার্জি।

Advertisement

বাসে সব মিলিয়ে ৪০ -৪৫ জন যাত্রী ছিলেন।  পুকুরে খুব বেশি জল না থাকায় বড়সড় দুর্ঘটনা ঘটেনি। গাড়ির ভিতর থেকে যাত্রীদের উদ্ধার করেছেন পুলিশ ও দমকল কর্মীরা। উদ্ধার কার্যে সাহায্য করেন স্থানীয়রাও।

 

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

5 × five =