জেলা 

“বিজেপি ঠিক করেছে রথ চালাবে, রথ চলবে, ওরা বলছে রথ আটকে দেব। আমি বলছি ওই ভুলটা করবেন না। তাহলে বাড়িতে ফোটো ঝুলবে আপনাদের” : দিলীপ ঘোষ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : শুরু করেছিলেন লকেট চ্যাটার্জি রীতিমত হুমকির সুরেই শাসক তৃণমূলকে তিনি বলেছিলেন রথ আটকানোর চেষ্টা করলে রথের চাকায় পিষে মারব । শনিবার তাঁর এই মন্তব্য নিয়ে রাজ্য-রাজনীতিতে ঝড় বয়ে গেছে । কিন্ত তাতে বিজেপি-র নেতাদের কোনো পরোয়া নেই বরং লকেটের হুমকির সুরেই সুর মিলিয়েছে খোদ বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । তিনি এদিন বর্ধমানের কালনায় বিজেপির এক সভায় বক্তব্য রাখতে গিয়ে কোনোরকম রাখঢাক না করে বললেন,”আমরাও মায়ের দুধ খেয়েছি। দুর্গাপুরে কেমন দৌড় করিয়েছি সেটা সকলেই দেখেছেন। পুলিশের সঙ্গে আমরা সংঘাতে যেতে চাই না। কিন্তু পুলিশ যদি বলে সভা করতে দেব না তবে আমরা সেখানেই সভা করব। আজ আমরা জানি কী করে প্রতিবাদ, প্রতিরোধ করতে হয়। প্রতিবাদ ও প্রতিরোধে আটকে থাকলে হবে না প্রতিশোধ নিতে হবে যেটা আমরা ইতিমধ্যেই শুরু করেছি। আগেও জানিয়েছি কেউ খালি হাতে সভায় আসবেন না আর মার খেয়ে কেউ ফোন করবেন না।

আজ বাইক‍ র‌্যালিতে দেখলাম কর্মীরা কাঁচা বাঁশ নিয়ে এসেছে। ওটা দেখলেই কাজ হয়ে যাবে। খালি হাতে এলে মার খাবেন। আর মার খেলে কেউ দেখতেও যাবে না। একটা পয়সাও পাবে না। আজ সময় এসেছে পালটা দেওয়ার। বুঝিতে দিতে হবে আমরা শুধু খেতে নয় দিতেও জানি।” এইসভা থেকে শুধু শাসক তৃণমূল নয়, বাম ও নকশালদেরকেও কড়া ভাষায় আক্রমণ করেছেন দিলীপ ঘোষ। তিনি বলেন, “সিপিএমও বলছে রথ আটকাবে। দেখুন আপনারাও হাসছেন। নকশাল-খেঁকশিয়াল তারাও বলছে রথ আটকাবে। আমি বলছি বেছে বেছে যেমন উনুনে কাঠ দেয় ওরকম করে রথের চাকায় দেব। বিজেপিকে বাচ্চা ছেলে মনে কোরো না। আজ ডাক দিলে তরতাজা হাজার হাজার যুবক রাস্তায় বেরিয়ে পড়বে।” পাশাপাশি চ্যালেঞ্জ করেন, “বিজেপি ঠিক করেছে রথ চালাবে, রথ চলবে। সেই রথযাত্রা যাতে নির্বিঘ্নে হয় সেটা দেখা পুলিশের কাজ।” জানিয়ে দেন, রথযাত্রায় কোনও গন্ডগোল হলে তার দায় নিতে হবে পুলিশকে।

Advertisement

সবশেষে সব রাজনৈতিক শালীনতাকে বর্জন করে বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন,”বলছে রথ আটকে দেব। আমি বলছি ওই ভুলটা করবেন না। তাহলে বাড়িতে ফোটো ঝুলবে আপনাদের।”

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

thirteen − six =