আন্তর্জাতিক 

২৭১ কোটি টাকার প্রতারণার অভিযোগে মামলা দায়ের পিএনবি-র

শেয়ার করুন
  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : নীরব মোদী, মেহুল চোখসিদের হাজারহাজার কোটি টাকার প্রতারণার ধাক্কা এখনও সামলে উঠতে পারেনি । এরমধ্যে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের আরও এক আর্থিক প্রতারণার অভিযোগ উঠে এল। যেখানে ৩৭ মিলিয়ন ডলার, ভারতীয় টাকার অঙ্কে অন্তত ২৭১ কোটি টাকার প্রতারণা হয়েছে বলে পিএনবি দাবি করে লন্ডনের ইউকেএর হাইকোর্টে মামলা দায়ের করেছেন এই ভারতীয় ব্যাঙ্ক।
পাঁচ জন ভারতীয়, একজন আমেরিকান এবং তিনটি মার্কিনি সংস্থার বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে। পিএনবি ইন্টারন্য়াশনাল ব্যাঙ্ক এই প্রতারণার ঘটনা ঘটেছে। যার মূল সংস্থা হল পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। ইউকে হাইকোর্টে পিএনবি যে অভিযোগ দায়ের করেছে তাতে উল্লেখ করা হয়েছে যে একাধিক ঋণএর মাধ্যমে এই প্রতারণার ঘটনা ঘটানো হয়েছে। একাধিক ভুল তথ্য দিয়ে এই ঋণ নেওয়া হয়েছে এবং এতে পুরোপুরি চুক্তির লঙ্ঘন করা হয়েছে।

পেস্কো বিমএর ম্য়ানেজিং ডিরেক্টর সুব্রহ্মণিয়াম, তাঁর ভাই তথা সংস্থার এক্সিকিউটিভ ডিরেক্টর অনন্তরাম শঙ্কর এবং সংস্থার সিইও স্ট্যাঙ্গেল, ত্রিসে রিসোর্সএর মালিক ভাটশালা রঙ্গনাথন, রামকুমার নরসিমহন, রবি শ্রীবিবাসনএর নামে পিএনবি যুক্তরাজ্যের হাইকোর্টে মামলা দায়ের করেছে। অভিযুক্ত সবাই ভারতীয় চেন্নাইএর বাসিন্দা বলে জানা গিয়েছে। কিন্তু, বর্তমানে এরা আছেন তা জানা যায়নি ।

Advertisement

 


শেয়ার করুন
  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

four + fourteen =