জেলা 

গার্ড ট্রেনের তলায় চলতে শুরু করল ট্রেন, অল্পের জন্য রক্ষা পেল গার্ড

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : বড় ধরনের দূর্ঘটনার হাত থেকে রক্ষা পেল হাওড়া থেকে দিঘাগামী এসি এক্সপ্রেস । জানা গেছে , শুক্রবার সকাল ১১.১০-এ হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্স থেকে ছেড়েছিল দিঘাগামী এসি এক্সপ্রেস। চারমারি ব্রিজের কাছে হঠাৎ করেই গোলযোগ দেখা দেয়। চেন টানার ফলে কোনও দুটি কামরার সংযোগস্থালের এয়ারপাইপ খুলে যায়। ট্রেন দাঁড়িয়ে পড়ে। ট্রেন থেকে নেমে ত্রূটি মেরামতির কাজ শুরু করেন ট্রেনের গার্ড। ঘটনাস্থলে ছিল আরপিএফ কর্মীরাও। এই সময় হঠাৎই ট্রেন চলতে শুরু করে। কয়েকশো মিটার চলেও যায় ট্রেনটি। এই সময় ওয়াকিটকিতে রেলকর্মী এবং আরপিএফকর্মীরা চালককে বারবার বলতে থাকেন ট্রেনের নিচে রয়েছেন গার্ড। ট্রেনটিকে থামানোর জন্য বলেন তাঁরা। ট্রেনটি থেমেও যায়। এই সময়টায় এয়ার পাইপে ঝুলে ছিলেন ট্রেনের গার্ড এসএন রায়। ট্রেন থেমে যাওয়ায় কোনও ক্রমে রক্ষা পান তিনি। বলা যেতে পারে এক্কেবারে নতুন জীবন পেলেন । এয়ার পাইপ জুড়তে গিয়েই ঘটনাটি ঘটে। ঘটনায় ট্রেনের চালকের বিরুদ্ধে অভিযোগ দায়েরের পাশাপাশি বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে দক্ষিণপূর্ব রেলের তরফে।
কোন সংকেত পেয়ে চালক ট্রেন চালানো শুরু করলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে, গার্ড যখন ট্রেন থেকে নেমেছিলেন, তিনি চালককে জানিয়ে নেমেছিলেন কিনা সেই বিষয়টিও দেখা হচ্ছে।

তবে দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সঞ্জয় ঘোষ জানিয়েছেন, মিস কমিউনিকেশনের ফলেই ঘটনাটি ঘটেছে। তাঁর মতে চালক বুঝতে পারেননি ট্রেনের নিচেই রয়েছেন গার্ড। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, তার জন্য রেল কর্তৃপক্ষ সচেষ্ট থাকবে বলে জানিয়েছেন দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

1 + four =