কলকাতা 

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারতরত্ন দেওয়ার দাবি তৃণমূল সাংসদ ইদ্রিস আলীর, অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম পাঠানো উচিত। উনি একজন সফল রাজনীতিবিদ। অনেক বছর ধরে বাংলার সেবা করছেন : দীলিপ ঘোষ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারতরত্ন দেওয়ার দাবি জানিয়েছেন তৃণমূল সাংসদ ইদ্রিশ আলি।  শুক্রবার কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে বসিরহাটের সাংসদ বলেন, “জাতীয় ঐক্যবদ্ধতা, সম্প্রীতি ও বিকাশের প্রতীক হলেন মমতা বন্দ্যোপাধ্যয়। তিনি একজন অসাধারণ মহিলা। আমি মনে করি তাঁকে ভারতরত্ন সম্মানে ভূষিত করা উচিত।”

মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারতরত্ন দেওয়ার দাবিকে কটাক্ষ করে বিজেপি-র রাজ্য সভাপতি দীলিপ ঘোষ বলেন , মমতা সফল রাজনীতিবিদ , তাঁকে ভারতরত্ন দেওয়ার প্রস্তাব দেওয়া যেতেই পারে। যেকোনো ব্যক্তি এই সম্মানের তাঁর নাম সুপারিশ করতে পারেন বলে বিজেপি-র রাজ্য সভাপতি মন্তব্য করেন।

Advertisement

এরপরেই দীলিপ ঘোষ বলেন,”মমতা বন্দ্যোপাধ্যাকে ভারতরত্ন দেওয়ার প্রস্তাবে আপত্তির কিছু নেই। মমতার নাম অবশ্যই যেতে পারে। আরও অনেকেরই যেতে পারে। কিছুদিন পর রাহুল গান্ধিরও যেতে পারে। সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি কমিটি রয়েছে। অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম পাঠানো উচিত। উনি একজন সফল রাজনীতিবিদ। অনেক বছর ধরে বাংলার সেবা করছেন।”


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

3 × 1 =