বিধায়ক নওশাদ সিদ্দিকী সহ ১৮ জনের পুলিশ হেফাজত, রাজ্য জুড়ে বিক্ষোভ
বাংলার জনরব ডেস্ক : আই এস এফ নেতা ও বিধায়ক নওশাদ সিদ্দিকী সহ ১৮ জনের ১ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের। ধৃতদের মধ্যে একজন নাবালক হওয়ায় তাকে হোমে পাঠানো হচ্ছে। এদিকে ধৃতদের নিঃশর্ত মুক্তির দাবিতে আদালতের বাইরে বিক্ষোভে শামিল আইএসএফ কর্মীরা।
গত শুক্রবার রাত থেকে ভাঙড়ে গুলি চলাকে কেন্দ্র করে অশান্তির সূত্রপাত। শনিবার ধর্মতলায় দলীয় কর্মসূচি ছিল আইএসএফের। অভিযোগ, সেই সময় কর্মী-সমর্থকদের উপর হামলা চালায় তৃণমূল। তার প্রতিবাদে ধর্মতলায় অবরোধ শুরু করে আইএসএফ। ব্যস্ততম রাস্তায় অবরোধ হঠাতে এগিয়ে আসে পুলিশ। তারপর আইএসএফ কর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশ কার্যত খণ্ডযুদ্ধে জড়িয়ে পড়ে।
পুলিশকে মারধর, সরকারি সম্পত্তি নষ্ট-সহ একাধিক অভিযোগ ওঠে আইএসএফের বিরুদ্ধে। সেই অভিযোগে পুলিশ আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি-সহ মোট ৪৩ জনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে ১৩ জনকে হেয়ার স্ট্রিট, ৬ জন নিউ মার্কেট এবং বাকিদের কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ গ্রেফতার করেছে। ধৃতদের বিরুদ্ধে খুনের চেষ্টা-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তদের রবিবারই ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয়। সেখানে ধৃতদের আইনজীবী জামিনের আরজি জানান। এদিকে পুলিশের তরফে ধৃতদের নিজেদের হেফজতে রাখার আরজি জানায়। দুপক্ষের বক্তব্য বিবেচনা করে ধৃত ১৯ জনের মধ্যে নওশাদ-সহ ১৮ জনকে পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে নওশাদ সিদ্দিকীর মুক্তির দাবিতে রাজ্য জুড়ে বিক্ষোভ অবরোধ হয়। দফায় দফায় অবরোধের পুলিশ নাজেহাল হয়। রাজনৈতিক মহল বলছে,নওশাদ সিদ্দিকীদের জামিন না দিয়ে মমতা সরকার ভুল করল,এর প্রভাব ভোটে পড়বে।