জেলা 

শিক্ষার্থীদের মোবাইল ছেড়ে মাঠে নামাতে হবে,দেগঙ্গায়, বিদ্যালয় ক্রীড়ায় একেএম ফারহাদ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিবেদন, দেগঙ্গা :  শনিবার দেগঙ্গা ব্লকে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি পুরষ্কার প্রদান করতে দেখা যায় স্থানীয় বিধায়ক রহিমা মন্ডল, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ,এসডিপিও সৌমজিৎ বড়ুয়া, পঞ্চায়েত সমিতির সভাপতি মফিদুল হক সাহাজি সহ অন্যান্য বিশিষ্টজনদের। খেলার মাঠে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বিধায়ক রহিমা মন্ডল বলেন ছাত্র-ছাত্রীরা দেশের ভবিষ্যৎ,তাই তাদের সুস্বাস্থ্যের সঙ্গে জীবন যাপন করতে গেলে ক্রীড়া ক্ষেত্র অতি প্রয়োজন।বিশিষ্ট শিক্ষক তথা সমাজকর্মী একেএম ফারহাদ তার বক্তব্যে উঠে আসে সহ পাঠক্রমিক কার্যাবলী অন্যতম উপাদান খেলাধুলা। তাই পড়াশোনা সাথে সাথে খেলাধুলায় সকলকে মনোযোগী হতে হবে এবং মোবাইলের আসক্তি ছেড়ে মাঠে নেমে শারীরিক কসরত করলে শরীর এবং মন দুটোই স্বাস্থ্যবান হয়।

তিনি স্মরণ করিয়ে দেয় রাজ্য সরকারের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে শিক্ষার্থীদের ক্রীড়া ক্ষেত্রে আগ্রহী করার জন্য নানারকমের পথ অবলম্বন করছে তা অত্যন্ত বাস্তবিক। পঞ্চায়েত সমিতির সভাপতি মফিদুল হক সাহাজির কথায় উঠে আসে এলাকার ছেলেমেয়েদের ক্রীড়াক্ষেত্রে নৈপুণ্যতা। দেগঙ্গায় বিভিন্ন প্রতিষ্ঠানে প্রত্যেক বছরের ন্যয় এবারও অত্যন্ত সুষ্ঠুভাবে শিক্ষার্থীদের খেলাধুলা পরিচালিত হচ্ছে। এর জন্য সকলকে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ