দেশ 

Weather Update: আসছে ঘূর্ণিঝড় ‘মনদৌস’! ‘মনদৌস’ কোন শব্দ? এর অর্থ কী?দেশের কোন কোন রাজ্যে প্রভাব পড়বে এই ঝড়ের? বাংলায় কি হবে? জানতে হলে ক্লিক করুন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট হয়েছে  ঘূর্ণিঝড় ‘মনদৌস’। ‘মনদৌস’ নামকরণটি করেছে সংযুক্ত আরব আমিরাশাহি। কিন্তু কী অর্থ ‘মনদৌস’ শব্দটির? আরবি ভাষায় ‘মনদৌস’ শব্দের অর্থ ‘গয়নার বাক্স’। কিন্তু এই ‘গয়নার বাক্স’ খোলা হলে তা শুভ কিছু ঘটাবে না বলেই আশঙ্কা আবহবিদদের।হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া সুগভীর নিম্নচাপ বুধবার দিনেই ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং পুদুচেরির উপকূলবর্তী এলাকাগুলিতেই এই ঘূর্ণিঝড়ের প্রভাব বেশি পড়বে বলে আবহবিদরা জানিয়েছেন।

মৌসম ভবনের তরফে ৮ ডিসেম্বর ১৩টি জেলা এবং ৯ ডিসেম্বর ১২টি জেলায় কমলা সতর্কতা জারি করেছে৷ যে জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেগুলির মধ্যে রয়েছে চেন্নাই, কাঞ্চিপুরম, তিরুভাল্লুর এবং চেঙ্গলপেট৷

Advertisement

চেন্নাইয়ের হাওয়া অফিসের ডেপুটি ডিরেক্টর-জেনারেল এস বালাচন্দ্রন জানিয়েছেন, ‘‘৭ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকালের বেশির ভাগ জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷’’ সোমবার ভোর সাড়ে ৫টায় বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার পর থেকে তা ধীরে ধীরে পশ্চিম থেকে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে।মঙ্গলবার সন্ধ্যার মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে এই নিম্নচাপ, গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলেই আবহাওয়া দফতর সূত্রে খবর।

এর পর এটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে ৮ ডিসেম্বর সন্ধ্যার মধ্যে উত্তর তামিলনাড়ু-পুদুচেরি এবং পার্শ্ববর্তী দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়তে পারে।

মৌসম ভবন আরও জানিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে দক্ষিণ আন্দামান সাগর ও পার্শ্ববর্তী এলাকাগুলিতেও। সেখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ৭ ডিসেম্বর।বাংলায় এর কী প্রভাব পড়বে? আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া সুগভীর নিম্নচাপের কারণে পশ্চিমবঙ্গের বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে।

নিম্নচাপ তৈরি হওয়ায় উত্তুরে হাওয়ায় বাধা পড়বে। ফলে ফের বাংলা থেকে কিছু দিনের জন্য উধাও হতে পারে শীতের আমেজ। বাড়তে পারে তাপমাত্রা।ঘূর্ণিঝড়ের আবহ কাটলেই আগামী সপ্তাহে বাংলার আবার শীতের দেখা মিলবে বলে হাওয়া অফিস জানিয়েছে।

 

 

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ