দেশ 

TMC: তৃনমূল নেত্রীর রাজস্থান সফরের আগে জয়পুর থেকে গুজরাট পুলিশ গ্রেফতার করল তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত গোখলেকে

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : তৃনমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজস্থান সফরের দিন ভোর রাতে জয়পুরে গুজরাট পুলিশের হাতে গ্রেফতার হলেন তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত গোখলে (Saket Gokhale)। সম্প্রতি গুজরাটের মোরবি সেতু বিপর্যয় (Morbi Bridge Collapse) নিয়ে তিনি ট্যুইট করেছিলেন এই কারণে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে তৃনমূল দাবি করেছে। দিল্লি থেকে বিমানে রাজস্থানের জয়পুরে (Jaipur) নামার পর। সেখানেই গুজরাট পুলিশ (Gujarat Police)তাঁকে গ্রেফতার করে। তাঁকে আমদাবাদ নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brien)।

মঙ্গলবার সকালে সাকেতের গ্রেফতার হওয়ার কথা জানান তৃণমূল সাংসদ ডেরেক। ট্যুইটারে তিনি লেখেন, ‘তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত গোখলেকে গ্রেফতার করেছে গুজরাত পুলিশষ। সোমবার রাত ৯টা নাগাদ দিল্লি থেকে বিমানে চেপে জয়পুরের উদ্দেশে রওনা দেন সাকেত। উনি যখন নামেন, বিমানবন্দরে আগে থেকেই অপেক্ষা করছিল গুজরাত পুলিশ। সেখান থেকেই ওঁকে তুলে নেওয়া হয়’।

Advertisement

ডেরেক আরও লেখেন, ‘রাত ২টোর সময় নিজের মাকে ফোন করেন সাকেত। জানান, তাঁকে আমদাবাদ নিয়ে যাওয়া হচ্ছে। মঙ্গলবার দুপুর নাগাদ পৌঁছবেন। দু’মিনিটের জন্য শুধু একটি ফোন করার অনুমতি দেওয়া হয়েছে তাঁকে। তাঁর মোবাইল ফোন এবং জিনিসপত্র বাজেয়াপ্ত করেছে গুজরাট পুলিশ’।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ