জেলা 

“মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে হারিয়েছি, গণতান্ত্রিকভাবে হারিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব,ঠাকুরবাড়িতে দাঁড়িয়ে বলে গেলাম”: শুভেন্দু অধিকারী

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক: মমতা বন্দ্যোপাধ্যায় কে গণতান্ত্রিক উপায়ে বাংলার মসনদ থেকে সরানোর চেষ্টা করবেন বলে হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ শনিবার তিনি উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে এক সভায় বক্তব্য রাখছিলেন সেখানে তিনি কথা বলেছেন।মতুয়াগড়ে দাঁড়িয়ে হুঙ্কার দিলেন, “নন্দীগ্রামে ওঁকে হারিয়েছি। গণতান্ত্রিক উপায় মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানাব।”

গতকাল শুক্রবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী কে চা খেতে আমন্ত্রণ করে জানিয়েছিলেন। শুভেন্দু অধিকারী চা না খেলেও তিনি মিনিট সাথেের জন্য মুখ্যমন্ত্রীর চেম্বারে গিয়েছিলেন সেখানে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এক কথায় তৃতীয়বার মমতা সরকার ক্ষমতায় আসার পর বিরোধীদল বিজেপির সঙ্গে বিধানসভাতে এই প্রথম সৌজন্য বিনিময় ঘটলো। আর এই সৌজন্য নিয়ে যখন বাংলার রাজনীতির সর গরম ঠিক তখনই শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন মুখ্যমন্ত্রী করার ডাক দিলেন।

Advertisement

পুরনো সভার প্রসঙ্গ টেনে বিরোধী দলনেতার দাবি, “উনি কিছুদিন আগে বলেছিলেন, বাংলার টাকা আটকাতে বিরোধী দলনেতা চিঠি দেন। কাল সেই কথা গিলেছেন (মুখ্যমন্ত্রী)। স্নেহের ভাই বলে উল্লেখ করেছেন। আসলে মুখ্যমন্ত্রী বিরোধীদের কাছে আত্মসমর্পণ করেছেন।” এরপরই তিনি বলেন,”মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে হারিয়েছি। গণতান্ত্রিকভাবে হারিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব। ঠাকুরবাড়িতে দাঁড়িয়ে বলে গেলাম।” স্বাভাবিকভাবেই তাঁর এহেন মন্তব্যে বিতর্ক দানা বেঁধেছে।

শুভেন্দু অধিকারীকে পালটা দিয়েছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। তাঁর কথায়,”একবার লোডশেডিং করে ভোটে জিতেছেন। মানুষ ওঁকে আর জেতাবে না। তবু চাই আমাদের বিরোধী দলনেতা ভাল থাকুন। তাই আমরা সকলে বলছি, গেট ওয়েল সুন।” তাঁর আরও সংযোজন, “মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে শুভেন্দুর রাজনীতিতে স্থান পেত না। তারপরেও তাঁকে (মমতা বন্দ্যোপাধ্যায়) এসব বলছেন।”

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ