দেশ 

‘ওদের’ উচিত শিক্ষা দেওয়ার জন্যই রাজ্যে পাকাপাকি ‘শান্তি’এসেছে গুজরাটের নির্বাচনী সভায় বললেন অমিত শাহ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : গুজরাট বিধানসভা নির্বাচনের ভোট হচ্ছে অথচ হিন্দু মুসলিম বিভেদের কথা নেই। এটা যেন আশ্চর্যের বিষয় হয়ে দাঁড়ায়। তাই শেষ পর্যন্ত এটা যে আসবে তা নিশ্চিত ছিল কিন্তু বিগত কয়েকদিন ধরে ভোট প্রচারে সেরকম কোনো আভাস পাওয়া যাচ্ছিল না। তাতে আমরা একটু আশান্বিত হয়েছিলাম বিজেপি এবার হয়তো সাম্প্রদায়িক তাস আর খেলতে চাইছে না। কিন্তু শেষ পর্যন্ত থাকতে পারল না বিজেপি স্বভাব থেকে বেরিয়ে আসতে পারল না। আজ শুক্রবার গুজরাটের ভোট প্রচারে হিন্দু-মুসলিম তত্ত্ব নতুন করে সামনে নিয়ে এলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ।

শুক্রবার গুজরাটের খেড়া জেলায় নির্বাচনী প্রচারে গিয়েছিলেন তিনি। নির্বাচনী সভা থেকে তিনি জানান, ‘ওদের’ ‘উচিত শিক্ষা’ দেওয়ার জন্যই রাজ্যে ‘পাকাপাকি শান্তি’ এসেছে।

Advertisement

রাজ্যে অশান্তির জন্য বিরোধী কংগ্রেসের দিকেও অভিযোগের আঙুল তুলেছেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী শাহ বলেন, “রাজ্যে কংগ্রেস আমলে (১৯৯৫ সালের আগে) প্রায়ই সাম্প্রদায়িক দাঙ্গা এবং হানাহানি হত।” সমাজের বড় অংশের প্রতি উদাসীন থেকে একটা ছোট অংশকে ভোটব্যাঙ্কের স্বার্থে কংগ্রেস ব্যবহার করত বলে অভিযোগ করেন তিনি।

প্রসঙ্গত, ২০০২ সালে গোধরা-পরবর্তী হিংসায় গুজরাটে বহু মানুষ হতাহত হন। রাজ্যের সংখ্যালঘু মুসলমানদের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ ওঠে। এই অশান্তিতে গণধর্ষিতা হন বিলকিস বানো। তাঁর সদ্যোজাত সন্তানকে আছাড় মেরে হত্যা করা হয়। ২০০২-এর ‘উচিত শিক্ষা’ এবং ‘ওরা’ বলতে স্বরাষ্ট্রমন্ত্রী ঠিক কী এবং কাদের বোঝাতে চেয়েছেন, তা যদিও স্পষ্ট নয়।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ