দেশ 

ফের টাকার দামের পতন এক ডলারে নিরিখে ৮২ টাকা ৭২ পয়সা, দেশের অর্থনীতি আরও সংকটে বলছেন অর্থনীতিবিদরা

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : আবার টাকার দামের পতন ডলারের তুলনায় টাকার দাম পৌঁছেছে ৮২ টাকা ৭২ পয়সা। অর্থাৎ এক এক ডলার ভারতীয় টাকায় ৮২ টাকা ৭২ পয়সা হয়েছে । এর ফলে মুদ্রাস্ফীতি আরো ঘটতে পারে বলে অর্থনৈতিক মহল মনে করছে। একই সঙ্গে দেশের অর্থনৈতিক অবস্থা, ক্রমশ্যই যে নিম্নগামী হচ্ছে এই ঘটনায় তা প্রমাণিত।

যার জেরে বিরোধীদের আক্রমণের মুখে পড়ছে নরেন্দ্র মোদী সরকার। এই পরিস্থিতিতে সরকারের বিড়ম্বনা আরও বাড়তে পারে বলে আর্থিক সমীক্ষা সংস্থা ব্লুমবার্গের বিশেষজ্ঞেরা ইঙ্গিত দিয়েছেন।

Advertisement

শুক্রবার যখন বাজার বন্ধ হয়, তখন এক ডলারের নিরিখে টাকার দাম ছিল ৮২ টাকা ৪৭ পয়সা। সোমবার বাজার খোলার পরে টাকার অবস্থানের সামান্য উন্নতি হয়। ডলার পিছু দর দাঁড়ায় ৮২ টাকা ৩৮ পয়সা। এর পরেই ফের পতন ঘটে টাকার দরে। এক সময়ে ডলার পৌঁছয় ৮২ টাকা ৭২ পয়সায়।

২০১৩ সালে ডলারের সাপেক্ষে টাকার দাম পড়েছিল ১১ শতাংশ। এ বার ইতিমধ্যেই ওই পতন দেখে ফেলেছে টাকা। প্রতি ডলার ৮২ টাকা ছাড়িয়েছে। এমনকি ডলার ৮৪ টাকাও ছুঁতে পারে বলে ধারণা অনেকের। ডলারের দাম বৃদ্ধি এবং আমদানি খাতে খরচ বাড়ায় বাণিজ্য ঘাটতি বেড়েছে। বিশেষজ্ঞের আশঙ্কা, চলতি অর্থবর্ষে তা জিডিপি-র ৩ শতাংশের উপরেই থাকতে পারে। এখন আট মাসের আমদানি খরচ মেটানোর মতো ডলার শীর্ষ ব্যাঙ্কের হাতে আছে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ