কলকাতা 

SSC Scam: শারীরিক অসুস্থতার কথা বলে জামিনের কাতর আবেদন করলেও আলিপুর আদালত পার্থ চট্টোপাধ্যায়কে ১৪ই নভেম্বর পর্যন্ত জেল হেফাজতে পাঠালো

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : আদালতে কাতর আবেদন জানিয়েছিলেন শারীরিক অসুস্থতার কথা বলেছিলেন বিচারকের কাছে হাত জোড় করে অনুরোধ করে বলেছিলেন আমাকে জামিন দিন। কিন্তু সমস্ত আবেদন অনুরোধ খারিজ করে দিল আলিপুর আদালত ফের ১৪ দিনের জন্য জেল হেফাজতের নির্দেশ দিল পার্থ চট্টোপাধ্যায়কে। এসএসসি (SSC) নিয়োগ দুর্নীতি মামলায় ১৪ নভেম্বর পর্যন্ত তাঁকে প্রেসিডেন্সি জেলে থাকতে হবে। একই নির্দেশ দেওয়া হয়েছে এই মামলায় অভিযুক্ত প্রাক্তন এসএসসি কর্তা এসপি সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায় ও সুবীরেশ ভট্টাচার্যকে। তাঁরাও ১৪ নভেম্বর পর্যন্ত জেলবন্দি থাকবেন।

সোমবার সিবিআইয়ের (CBI) মামলার পরিপ্রেক্ষিতে আলিপুর আদালতে পেশ করা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে। আদালতে সওয়াল-জবাবের সময় পার্থ বলেন, ”আমার শরীর দিচ্ছে না। রোজ রোজ আমার বিরুদ্ধে নতুন নতুন মামলা হচ্ছে। আমাকে আমার মতো থাকতে দিন, আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিন।” পালটা সিবিআই তাঁর জামিনের বিরোধিতায় ফের ‘প্রভাবশালী’ তত্ব সামনে আনে। আদালতকে আইনজীবী জানান, তাঁর থেকে প্রতিদিনই নতুন নতুন তথ্য বেরিয়ে আসছে। সেসব খতিয়ে দেখা হচ্ছে। এই মুহূর্তে জামিন দিলে সমস্যা হবে। আলিপুর আদালতের বিচারক সিবিআইকে পালটা জিজ্ঞাসা করেন, তদন্ত শেষ করতে আর কতদিন সময় লাগবে? তাতে সিবিআই ৬ মাসের সময়সীমার কথা জানায়।

Advertisement

এদিন সকালে আলিপুর আদালতে ঢোকার সময় তিনি মেজাজ হারান। তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ কি সত্যি, এই প্রশ্নে রীতিমতো মেজাজ হারালেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। ধমকের সুরে আঙুল উঁচিয়ে বলেন, “চুপ করে থাকুন।” আর এদিন আদালত থেকে বেরনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে পার্থ চট্টোপাধ্যায় জানান, ”দলের সঙ্গে আছি, ১০০ বার আছি।”

একই মামলায় সোমবার ইডি পার্থ চট্টোপাধ্যায়কে ব্যাঙ্কশাল আদালতে ভারচুয়ালি পেশ করে। সেই মামলায় এখনও অবশ্য কোনও নির্দেশিকা দেওয়া হয়নি। সূত্রের খবর, এই মুহূর্তে অসুস্থ পার্থ চট্টোপাধ্যায়ের জামিন পাওয়ার জন্যই লড়ছেন তাঁর আইনজীবীরা।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ