জেলা 

ঈদে মিলাদুন্নবী ওয়াজ মাহফিলে হাজী সংবর্ধনা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ২৭ অক্টোবর রাত ব্যাপি ওয়াজ মাহফিল ও কেরাত গজল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় নেতড়া-র উত্তর শেহড়দহে। এই সভায় উত্তর ও দক্ষিণ সাহারদা গ্রামবাসীদের পক্ষ থেকে ৫ জন হাজী সাহেব কে হাজী সংবর্ধনা দেয়া হয় ।

ফুলের তোড়া সহ টুপি, হাজী রুমাল ও স্মারক দিয়ে সংবর্ধিত করা হয় ৫ গ্রামের জনপ্রিয় মৌলভী হাজী আব্দুস সালাম, সাবেক সিআরপিএফ অফিসার হাফিজুল মিস্ত্রি, বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোহাম্মদ লস্কর ও বাংলা্য রেনেসাঁ ও লাব্বাইক মিশনের সম্পাদক আজিজুল হক কে সংবর্ধিত করা হয়।

Advertisement

এই সভায় বক্তব্য রাখতে গিয়ে সাবেক সিআরপিএফ অফিসার হাজী হাফিজুল মিস্ত্রি জানান, কর্মসূত্রে সারা ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে ৩৮ টি বছর কেটে যায়। ফলে এলাকাবাসীর কাছাকাছি হওয়ার তেমন সুযোগ হয়নি। তবে এলাকা ও দেশবাসীর জন্য হজে গিয়ে বুক ভরে দোয়া করেছি। হাজী সংবর্ধনা সভায় এসে গ্রামের মানুষদের সঙ্গে মিলতে পাচ্ছি, এ আমার জীবনের এক বিশেষ মুহূর্ত।

৯০ বছরের বর্ষিয়ান হাজী সাহেব মৌলভী আব্দুস সালাম সাহেব ২ বার হজ ও একবার ওমরাহ করেছেন। সংবর্ধনা সভায় তাঁর অনুভূতির কথা গিয়ে ব্যক্ত করতে গিয়ে বলেন, গ্রামের মানুষ আমাকে ভালোবেসে যে সংবর্ধিত করলেন তার জন্য শুকরিয়া।

বাংলার রেনেসাঁ ও লাব্বাইক মিশনের সম্পাদক আজিজুল হক হজের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, কাবা বাইতুল্লাহ দর্শনে বিশ্ব নিয়ন্তা আল্লাহ সুবহানাতায়ালার কাছে পরপর কয়েকদিন দোয়ার মধ্যে আবেদন ছিল-দেশের কল্যাণ কামনা করে। বিশ্বের নিপীড়িত নির্যাতিত মজলুম অসহায় জনতার জন্য বুক ভেজা কান্না।

এই মহতী মাহফিলে নবী জীবনের ওপর আলোকপাত করেন ফুরফুরা শরীফের পীরজাদা মাওলানা জুবায়ের হুসাইন, মাওলানা আবু হোসেন, মাওলানা আব্দুর রহমান, হাফেজ সাকির হোসেন, মাওলানা হাবিবুল্লাহ, শিক্ষারত্ন আলহাজ্ব নূরনবী জমাদার প্রমুখ। সঞ্চালনা করেন কবি এম ডি রহমাতুল্লাহ।

কেরাত ও গজল প্রতিযোগীদের আকর্ষণীয় পুরস্কার প্রদানের পাশাপাশি আপামর জনতাকে খাদ্য খাদক পরিষেবা দেয়া হয়।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ