দেশ 

দুর্ঘটনায় আহত ব্যক্তিদের অ্যাম্বুলেন্সে তোলার সময় তীব্র গতিতে আসা গাড়ির ধাক্কায় মৃত্যু পাঁচ জনের আহত ১৩, মুম্বাইয়ের বান্দার এই ঘটনায় শোক প্রকাশ প্রধানমন্ত্রীর

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : বুধবার গভীর রাতে একটি দুর্ঘটনা হয় মুম্বাইয়ের বান্দা থেকে ওরলি যাওয়ার পথে। এই দুর্ঘটনার উদ্ধার কাজ চলার সময় এবং আহত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সে তোলার সময় হঠাৎই পেছন থেকে আরেকটি গাড়ি এসে ওই অ্যাম্বুলেন্সে ধাক্কা মারে, ফলে এক মহিলা সহ ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়েছে এবং জখম হয়েছে আরো ১৩ জন।

জানা গেছে, বুধবার ভোর সাড়ে তিনটে নাগাদ দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে বান্দ্রা-ওরলি সি লিঙ্কে। তার কিছু ক্ষণ আগেই ওই একই জায়গায় আরও একটি দুর্ঘটনা ঘটেছিল। জখমদের দুর্ঘটনা স্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য এসেছিল অ্যাম্বুল্যান্স। সেই অ্যাম্বুলেন্সে জখম ব্যক্তিদের তোলার সময় হঠাৎই তীব্র গতিতে আসা একটি গাড়ি ওই অ্যাম্বুলেন্সে ধাক্কা মারে ফলে উদ্ধার কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা সহ অধিকাংশই আহত হয়।

Advertisement

আগের দুর্ঘটনায় যাঁরা উদ্ধার কাজ চালাচ্ছিলেন, তাঁদের অনেকেই গুরুতর জখম হন। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক মহিলা এবং এক উদ্ধারকর্মী-সহ পাঁচ জনের। আহত হন ১৩ জন। তাঁদের প্রত্যেককেই হাসপাতালে ভর্তি করানো হয়। পুলিশ জানিয়েছে আহতদের মধ্যে ৬ জনের আঘাত আশঙ্কাজনক। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় শোকজ্ঞাপন করেছেন। টুইট করে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। লিখেছেন, ‘যাঁরা জখম হয়েছেন, তাঁরাও দ্রুত সেরে উঠুন।’ আপাতত পুলিশ এই ঘটনায় একটি দুর্ঘটনার অভিযোগ দায়ের করেছে। বান্দ্রা এবং ওরলির রাস্তাটিও বন্ধ করে দেওয়া হয়েছে।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ