দেশ 

জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন আনার পক্ষে মত প্রকাশ করলেন আরএসএস প্রধান মোহন ভাগবত

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক: জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য আইন আনা উচিত ভারত সরকারের বলে অভিমত ব্যক্ত করলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। তিনি আজ বুধবার দশেরার এক অনুষ্ঠানে যোগ দিয়ে এই অভিমত ব্যক্ত করেন। তিনি এদিন জ্বরের সঙ্গে বলেন, এই পদক্ষেপ না করলে দেশ ‘ধর্মীয় কারণে ভারসাম্যহীনতা’ ও ‘জোর করে ধর্মান্তকরণে’র মতো সমস্যায় ভুগবে।

মোহন ভাগবতের ভাষায়, ”জনসংখ্যার ভারসাম্যহীনতা ভৌগলিক সীমানা পরিবর্তনের দিকে নিয়ে যায়। জনসংখ্যা নিয়ন্ত্রণ ও ধর্মভিত্তিক জনসংখ্যার ভারসাম্য এমন এক গুরুত্বপূর্ণ বিষয়, যাকে আর উপেক্ষা করা যাবে না। আর সেই কারণেই একটি সামগ্রিক জনসংখ্যা নীতি আনা উচিত। এবং সকলের জন্য়ই এটা সমানভাবে প্রযোজ্য হওয়া উচিত।”

Advertisement

আরএসএস ও তার সঙ্গী দলগুলির আগে তোলা দাবি পুনর্ব্যক্ত করে আরএসএস প্রধান বলেছেন, ”জন্মহার একটি কারণ। পাশাপাশি বলপ্রয়োগ, প্রলোভন বা লোভ দেখিয়ে ধর্মান্তকরণ এবং অনুপ্রবেশও বড় কারণ।”

আর এস এস প্রধান মোহন ভাগবত একদিকে মুসলিমদের সঙ্গে বৈঠক করছেন অন্যদিকে জন্মনিয়ন্ত্রণের জন্য আইন আনার কথা বলে একটি বিশেষ সম্প্রদায়কে টার্গেট করছেন বলে ওয়াকিবহালমহল মনে করছেন। কারণ ইতিমধ্যেই বিজেপির একটা অংশ থেকে দাবি করা হয়েছিল যে জন্মনিয়ন্ত্রণের জন্য আইন আনার এমনকি সংসদে বিজেপির রাজ্যসভার সাংসদ রাকেশ সিনহা বেসরকারিভাবে এই প্রস্তাব তুলেছিল। এই প্রস্তাব নিয়ে আলোচনা করার সময় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য বলেছিলেন,পরিবার পরিকল্পনা নিয়ে সচেতনতা ও স্বাস্থ্য পরিষেবার উন্নতির কারণে জনসংখ্যায় একটা স্থিতিশীলতা ইতিমধ্যেই এসেছে। তিনি জানান, প্রজনন হার কমতে কমতে ২ শতাংশে এসে পৌঁছেছে। যা বুঝিয়ে দিচ্ছে কেন্দ্রের পরিবার পরিকল্পনা মিশন সঠিক পথেই এগচ্ছে।

তবে কেন্দ্রীয় মন্ত্রী যাই বলুক না কেন আরএসএস প্রধানের মুখে এই ধরনের মন্তব্যের পর দেশ জুড়ে আবারো এই বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে এসে গেল। মনে করা হচ্ছে ২০২৪ এর লোকসভা নির্বাচনে জন্মনিয়ন্ত্রণ আইন নিয়ে প্রচারে নামতে পারে বিজেপি।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ