কলকাতা 

টেকনোলজি, প্রাইভেসি এবং এথিকস বিষয়ক সেমিনার করল এসআইওর আলিয়া ইউনিট

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি: টেকনোলজি অর্থাৎ প্রযুক্তির উন্নতির সাথে সাথে মানুষের ব্যক্তিগত জীবনের প্রাইভেসি পুরোপুরি উন্মুক্ত হয়ে গেছে। এ বিষয়ে ব্যাপক জনসচেতনতার প্রয়োজন অনুভব করে আলিয়া বিশ্ববিদ্যালয়ের নিউটাউন ক্যাম্পাসে সেমিনার করল ছাত্র সংগঠন এস আই ওর আলিয়া ইউনিট। “প্রাত্যহিক জীবনে প্রযুক্তি এবং প্রাইভেসির ব্যাপারে ইসলামের নৈতিক দৃষ্টিকোণ” এই বিষয়ক সেমিনারে আলোচনা রাখেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ দুই অধ্যাপক ডক্টর আয়াতুল্লা ফারুক মোল্লা এবং মোঃ সাইয়েদুল হাসান, এসআইও র কেন্দ্রীয় সেক্রেটারি নিহাল কিদিউর, রাজ্য সভাপতি সাবির আহমেদ। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন এসআইওর কেন্দ্রীয় সভাপতি সালমান আহমেদ।

অধ্যাপক সাইদুল ছাত্রদেরকে টেকনোলজি ব্যবহারের পাশাপাশি ইসলামী আদর্শ এর কথা স্মরণে রাখতে বলেন। ডক্টর আয়াতুল্লাহ টেকনোলজির খারাপ এবং ভালো দিকগুলির তুলনামূলক আলোচনা তুলে ধরেন। তিনি বলেন কোরআন আমাদেরকে শিক্ষা দেয় কারোর গোপন বিষয়ে ঘাটাঘাটি না করতে অথচ আজ আমাদের গোপনীয়তা গুগুলের মত কোম্পানির কাছে পুরোপুরি উন্মুক্ত। টেকনোলজি কিভাবে ব্যক্তিগত জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন রাজনৈতিক দল এর নির্বাচনেও প্রভাব রাখছে তার স্বচ্ছ চিত্র তুলে ধরেন নেহাল কিদিউর।

Advertisement

সালমান আহমেদ বলেন আজকের সমাজে ব্যক্তিগত জীবনকে সামাজিক মাধ্যমে উন্মুক্ত করে দেওয়াটা একটা সাধারণ বিষয় হয়ে গেছে। কি খাচ্ছি, কোথায় যাচ্ছি, কি কিনছি, কি পড়ছি সবকিছুই সামাজিক মাধ্যমে প্রচার করাটা আজ ব্যধিতে পরিণত হয়েছে এবং যুবসমাজ এর ব্যাপক ভুক্তভোগী।

৮০ জনেরও বেশি ছাত্র এই সেমিনারে অংশ নেন। একজন ছাত্র জানান আলিয়া বিশ্ববিদ্যালয়ের নানান সমস্যার মধ্যেও এরকম একটি গুরুত্বপূর্ণ সেমিনার চিন্তাভাবনার দারুন সুযোগ করে দিয়েছে। সেমিনারটি পরিচালনা করেন গবেষক মিরাজুল ইসলাম এবং তত্ত্বাবধনা করেন এসআইও আলীয়া ইউনিটের প্রেসিডেন্ট সালমান শামীম।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ