কলকাতা 

‘দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছি বলেই আমার বিরুদ্ধে চিঠি প্রধান বিচারপতিকে’ বিস্ফোরক উক্তি করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের সভাপতি অরুণাভ ঘোষ আজ সোমবার প্রধান বিচারপতির এজলাসে গিয়ে নির্দিষ্ট বেঞ্চের একজন বিচারপতির বিরুদ্ধে অভিযোগ জানান। সংবাদমাধ্যমে প্রকাশিত এই খবর কোন বিচারপতির নাম না করা হলেও স্পষ্ট হয়েছে এই বিচারপতি হলেন এসএসসি দুর্নীতি মামলার বিচারকারী বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এ প্রসঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রকাশ্যে কোন মন্তব্য না করলেও এদিন তার এজলাসে এক মামলার শুনানি চলাকালীন সময়ে তিনি এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ”আমার বিরুদ্ধে কিছু আইনজীবী প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছেন। আমি অবাক হয়েছি। চিঠিতে লেখা হয়েছে আমি একটি নির্দিষ্ট দলের বিরুদ্ধে কাজ করছি। চিঠিতে কেউ লিখল না, আমার জন্য কতগুলো মানুষ জেলে রয়েছে। কতজন গ্রেফতার হয়েছে। আমার বেঞ্চে কাউকে একটাকা দিতে হয় না মামলা তোলার জন্য। এগুলো বন্ধ করে দিয়েছি।”

Advertisement

একটি মামলা চলাকালীন এমনই মন্তব্য বিচারপতি’র। হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিশ্বব্রত বসু মল্লিককে এজলাসে দেখে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য। আবেগঘন ভাবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন,”আমাকে নিয়ে পড়েছেন কারণ আমি কোরাপশন সামনে এনেছি তাই। এই আদালতের অনেক বিচারপতিই দেরি করে বসেন। কেউ দুপুর ১২টায় বসেন আবার উঠে যান বিকেল ৩টের সময়। সেই সমস্ত বিচারপতিদের নিয়ে কেন কোনও চিঠি লেখা হয়না?”

তথ্য সূত্র নিউজ 18।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ