কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

সশ্রদ্ধায় উদযাপিত হলো বিদ্রোহী কবি নজরুল ইসলামের প্রয়াণ বার্ষিকী

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সংবাদদাতা, বাংলার জনরব: ‘সবাই কাজী নজরুল ইসলামের আদর্শকে আপন করুন। নজরুল ইসলাম ছাড়া একটা সুস্থ সমাজ গড়ে তোলা সম্ভব নয়।’ গত ২৭ আগস্ট ২২ শনিবার সন্ধ্যায় নিউজ পোর্টাল বাংলার জনরবের সাহিত্য বিভাগ আয়োজিত নজরুল ইসলামের ৪৬ তম প্রয়াণ বার্ষিকীর শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে অংশ নিয়ে কথাগুলি বলেন গুয়াহাটির বিশিষ্ট নজরুল গীতি শিল্পী রাজকুমার দাস। এদিন নজরুল ইসলামের প্রতি ভাবগম্ভীর শ্রদ্ধা নিবেদনের ভার্চুয়াল অনুষ্ঠানে বাংলাদেশ থেকে যোগদান করেছিলেন বিশিষ্ট কবি ও নজরুল অনুরাগী এ কে আজাদ, ব্যাঙ্গালোর থেকে বিশিষ্ট সঙ্গীতজ্ঞা অমিতা চক্রবর্তী, গুয়াহাটির বিশিষ্ট বাচিক শিল্পী অজিত কুমার দাস।

বাংলার জনরবের সম্মানীয় সম্পাদক সেখ ইবাদুল ইসলামের স্বাগত বক্তব্যের পর সূচনা সংগীত পরিবেশন করেন অমিতা চক্রবর্তী। অমিতা প্রথমে পরিবেশন করেন ‘এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন’ পরে জনপ্রিয় সংগীত ‘ শাওন আসিল ফিরে সে ফিরে এলো না’ পরিবেশন করে নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধাঞ্জলী অনুষ্ঠানের সুর বেঁধে দেন।

Advertisement

এরপর বাংলার জনরবের সাহিত্য সম্পাদক সেখ আব্দুল মান্নানের সঞ্চালনায় নজরুল ইসলামের কবিতা গানের যুগে যুগে প্রাসঙ্গিকতা নিয়ে প্রাঞ্জল বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ আমন্ত্রিত আলোচক কবি এ কে আজাদ। তিনি শুরুতেই বলেন নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি হলেও তিনি পশ্চিমবঙ্গ তথা সারা বিশ্বের জন জাগরণের কবি। নজরুল ইসলামের বিশ্বে তাঁর গ্রহণ যোগ্যতা সম্পর্কে নজরুলেরই কবিতার লাইন উল্লেখ করে বলেন ‘ আমার সীমার বাঁধন টুটে দশদিকেতে পড়ব লুটে।’ তিনি আরও বলেন নজরুল আমাদের প্রতিদিনের পাঠ্য।

এদিনের তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানকে ভাবগম্ভীর করে তোলেন বাচিক শিল্পী অজিত কুমার সেন। নজরুলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লেখা সেখ আব্দুল মান্নানের ‘বিদ্রোহী পদ্ম’ কবিতা দিয়ে শুরু করে তিনি নজরুল ইসলামের দীর্ঘ অনুভব ‘যদি আর বাঁশী না বাজে’ পরিবেশন করে অনুষ্ঠানকে অন্যমাত্রায় পৌঁছে দেন।

রাজকুমার দাস কেবল সমগ্র উত্তরপূর্বাঞ্চলের নজরুল গীতির একজন জনপ্রিয় শিল্পীই নন, তিনি নজরুল ভাবাদর্শের একজন ব্যক্তিত্ব। গানের পাশাপাশি তিনি নজরুল আদর্শ ছড়িয়ে দিতে বদ্ধপরিকর। তিনি প্রথমে পরিবেশন করেন ‘ আমি চিরতরে দূরে চলে যাব তবু আমারে দেবনা ভুলিতে’ এবং পরে পরিবেশন করেন রাগপ্রধান গান ‘‌ এসো প্রিয় আরও কাছে…।’

সমাপনী বক্তব্যে ইবাদুল ইসলাম বলেন- নজরুল ইসলাম প্রকৃতার্থে ২২ বছর যে গান এবং কবিতা রচনা করে গেছেন আজ ৮০ বছরেও তার সমান গ্রহণ যোগ্যতা রয়েছে, ভবিষ্যতেও থাকবে। তিনি বলেন এক সময় মুসলমান সমাজ তাঁকে কাফের বলে সমালোচনা করত। কারণ তিনি প্রচুর শ্যামা সঙ্গীত লিখে তাদের চক্ষুশূল হয়েছিলেন। পরবর্তীতে তিনি তাঁর কবিতা ও গানে নবী হজরত মুহাম্মদ (স.) প্রতি যে গভীর আনুগত্য প্রদর্শন করেছেন তাতে সেই কাফের বলা মুসলমানদের ধারণা ভ্রান্ত পরিণত হয়।

এদিন অনুষ্ঠানে সমাপনী সঙ্গীত পরিবেশন করেন অমিতা চক্রবর্তী।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ